শিরোনাম :
Logo জবিতে সাইকেল চোর সন্দেহে যুবক আটক ৮ শিক্ষার্থীকে ৫০হাজার টাকা ক্ষতিপূরণ Logo ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল Logo গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি: প্রেস সচিব Logo মির্জা ফখরুলের সাথে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’র প্রতিনিধি দলের বৈঠক Logo ‘বিএনপিকে পাশ কাটাতেই নির্বাচন বিলম্ব করছে সরকার’ Logo সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় : গোলাম পরওয়ার Logo কেএফসিতে ভাঙচুর, পাকিস্তানে ১৭৮ বিক্ষোভকারী গ্রেপ্তার Logo পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’: ভারত Logo জবির ফ্যাসিস্ট হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচারের দাবি বৈষম্যবিরোধী ও গছাসের Logo ইবিতে ঐক্যমঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

যে ৫টি প্রশ্নের উত্তর খুঁজে ফেরে মন, সারাজীবন !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৭:০০ অপরাহ্ণ, সোমবার, ২০ মার্চ ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জন্মের পর থেকেই জীবনের ‘প্ল্যানিং’ শুরু হয়ে যায় প্রত্যেকটা মানুষের। ছোটবেলাটা যদিও খানিক নিশ্চিন্তে কেটে যায় মা-বাবার ছায়ায়, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মনের মধ্যে দানা বাঁধে নানা প্রশ্ন। তবে যে প্রশ্নগুলি সব থেকে বেশি উকি ঝুকি দেয়, তারই কয়েকটি রইল আমাদের আজকের এই প্রতিবেদনে। একবার মিলিয়ে দেখুন তো, আপনার মনেও কি এই কথাগুলোই ঘোরাফেরা করে-

১। আমি ‘বড়লোক’ কবে হব-

অবশ্যই টাকার অংকে। চাকরির প্রথম দিন থেকেই ঠিকমতো ইনভেস্টমেন্ট, সেভিংস-যাবতীয় কীর্তিকলাপ করেও যখন যথেষ্ট বলে মনে হয় না, তখন কেমন যেন মনটা ‘লটারি’ বা অন্য কোন মির‍্যকেল খোঁজে।

২। এই চাকরিটা কি ঠিক আমার জন্য-

জীবনের পথে কোন ধরনের কাজ করতে চাই, তার জন্য কী ভাবে নিজেকে প্রস্তুত করব, শেষে যখন কাজ পাব, তখন মনে হবে এই কাজের জন্যই কি এত কিছু করেছি। আবার এও মনে হতে পারে যে, এই কাজের জন্য আপনি, অল্প হলেও, বেশি শিক্ষিত।

৩। প্রেম, ভালবাসা, তারপর-

প্রেমপর্যায়ে সবই কেমন রঙিন। কিন্তু ‘কমিটমেন্ট’-এর কথা এলেই কী সব যেন মনের কোণে উঁকি মারে। ভয়-অস্বস্তি, আরও কতো কী। এবং তখনই যেন মনে হয়, এই সম্পর্ক কি ঠিক দিকেই যাচ্ছে নাকি আমরা একে অন্যের জন্য নই।

৪। বিয়ে, ফুলশয্যা, মধুচন্দ্রিমা কেটে যাওয়ার পরে-

নতুন জীবনের দিনগুলি প্রায় একই রকম হতে শুরু করেছে। নানা ধরনের গুরুজনদের প্রশ্নবাও আসতে শুরু করেছে, ‘আর কত দিন’, ‘ছেলে চাও, না মেয়ে’। নিজেরও মনে হয় তখন, ‘আমি কি এখনই সন্তান চাই’, ‘আমাদের একটিই সন্তান হবে, যাকে ভাল করে মানুষ করব’। অথচ কিছুদিন পর ডেলিভারি টেবিলে চোখ খুলেই দেখলেন দুই জোড়া চোখ প্যাটপ্যাট করে চেয়ে রয়েছে আপনার দিকে। তখন মনে হওয়া খুব স্বাভাবিক যে আগে যদি একটু জানতাম।

৫। কতদিন বাঁচব আমি-

একটু যদি জানা যেত নিজের আয়ুর কথা। তাহলে সেইমতো জীবনের সব কিছুই প্ল্যান করা যেত। আর কিছুই যদি না করতে পারা যায়, তা হলে জীবনের শেষ দিনের আগে সাধের শত্রুটিকে গুছিয়ে প্রহার করতে পারলেও বেশ আনন্দ হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে সাইকেল চোর সন্দেহে যুবক আটক ৮ শিক্ষার্থীকে ৫০হাজার টাকা ক্ষতিপূরণ

যে ৫টি প্রশ্নের উত্তর খুঁজে ফেরে মন, সারাজীবন !

আপডেট সময় : ০২:১৭:০০ অপরাহ্ণ, সোমবার, ২০ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

জন্মের পর থেকেই জীবনের ‘প্ল্যানিং’ শুরু হয়ে যায় প্রত্যেকটা মানুষের। ছোটবেলাটা যদিও খানিক নিশ্চিন্তে কেটে যায় মা-বাবার ছায়ায়, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মনের মধ্যে দানা বাঁধে নানা প্রশ্ন। তবে যে প্রশ্নগুলি সব থেকে বেশি উকি ঝুকি দেয়, তারই কয়েকটি রইল আমাদের আজকের এই প্রতিবেদনে। একবার মিলিয়ে দেখুন তো, আপনার মনেও কি এই কথাগুলোই ঘোরাফেরা করে-

১। আমি ‘বড়লোক’ কবে হব-

অবশ্যই টাকার অংকে। চাকরির প্রথম দিন থেকেই ঠিকমতো ইনভেস্টমেন্ট, সেভিংস-যাবতীয় কীর্তিকলাপ করেও যখন যথেষ্ট বলে মনে হয় না, তখন কেমন যেন মনটা ‘লটারি’ বা অন্য কোন মির‍্যকেল খোঁজে।

২। এই চাকরিটা কি ঠিক আমার জন্য-

জীবনের পথে কোন ধরনের কাজ করতে চাই, তার জন্য কী ভাবে নিজেকে প্রস্তুত করব, শেষে যখন কাজ পাব, তখন মনে হবে এই কাজের জন্যই কি এত কিছু করেছি। আবার এও মনে হতে পারে যে, এই কাজের জন্য আপনি, অল্প হলেও, বেশি শিক্ষিত।

৩। প্রেম, ভালবাসা, তারপর-

প্রেমপর্যায়ে সবই কেমন রঙিন। কিন্তু ‘কমিটমেন্ট’-এর কথা এলেই কী সব যেন মনের কোণে উঁকি মারে। ভয়-অস্বস্তি, আরও কতো কী। এবং তখনই যেন মনে হয়, এই সম্পর্ক কি ঠিক দিকেই যাচ্ছে নাকি আমরা একে অন্যের জন্য নই।

৪। বিয়ে, ফুলশয্যা, মধুচন্দ্রিমা কেটে যাওয়ার পরে-

নতুন জীবনের দিনগুলি প্রায় একই রকম হতে শুরু করেছে। নানা ধরনের গুরুজনদের প্রশ্নবাও আসতে শুরু করেছে, ‘আর কত দিন’, ‘ছেলে চাও, না মেয়ে’। নিজেরও মনে হয় তখন, ‘আমি কি এখনই সন্তান চাই’, ‘আমাদের একটিই সন্তান হবে, যাকে ভাল করে মানুষ করব’। অথচ কিছুদিন পর ডেলিভারি টেবিলে চোখ খুলেই দেখলেন দুই জোড়া চোখ প্যাটপ্যাট করে চেয়ে রয়েছে আপনার দিকে। তখন মনে হওয়া খুব স্বাভাবিক যে আগে যদি একটু জানতাম।

৫। কতদিন বাঁচব আমি-

একটু যদি জানা যেত নিজের আয়ুর কথা। তাহলে সেইমতো জীবনের সব কিছুই প্ল্যান করা যেত। আর কিছুই যদি না করতে পারা যায়, তা হলে জীবনের শেষ দিনের আগে সাধের শত্রুটিকে গুছিয়ে প্রহার করতে পারলেও বেশ আনন্দ হবে।