শিরোনাম :
Logo খুলনার কয়রা উপজেলায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ: রফিকুল ইসলাম নেতৃত্বে সচেতনতা বৃদ্ধি Logo শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার ভারতীয় ঔষধ জব্দ Logo খুবিতে ‘অন্তঃডিসিপ্লিন হাদি মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন Logo চলন্ত ট্রেনে সন্তানের জন্ম দিলেন মা Logo ভারতে ঢুকতে গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, অতঃপর… Logo একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল বিএনপিকে নিয়ে কথা বলে: মির্জা ফখরুল Logo মৃত্যুর আগে স্যোশাল মিডিয়ায় যা লিখেছিলেন জুবিন! Logo চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে মারল প্রতিপক্ষ Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় মদ ও মালামাল জব্দ Logo সাতক্ষীরায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান: ভারতীয় মদসহ একজন গ্রেফতার

ইমামদের ২ কোটি ৩১ লক্ষ টাকা সহায়তা দিল ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৮ অপরাহ্ণ, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৩১ বার পড়া হয়েছে
ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে অসহায় দরিদ্র ৬০০ জন ইমাম মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ হিসেবে ১ কোটি ৮০ লাখ টাকা এবং অনুদান হিসেবে ৪ হাজার ৬২০ জনকে ৫ হাজার টাকা হারে মোট ২ কোটি ৩১ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

অনুষ্ঠানে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশের সমাজ সংস্কারে আলেম সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সরকারের অগ্রাধিকার এবং সন্ত্রাস দমন ও সামাজিক সমস্যা সমাধানে আলেমরাই সঠিক দিকনির্দেশনা দিতে সক্ষম।

তিনি আরও বলেন, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট একটি সময়োপযোগী পদক্ষেপ, যা জনবান্ধব এবং আগামীতে এর কার্যক্রম আরো সম্প্রসারিত হবে। ইমাম মুয়াজ্জিনদের কল্যাণে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা তৈরি ও তাদের জন্য পে-স্কেল ঘোষণা করার পরিকল্পনাও রয়েছে।

এদিনের অনুষ্ঠানে ঢাকা জেলার ২৯৫ জন ইমাম মুয়াজ্জিনকে ৫ হাজার টাকা হারে ১৪ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া, উদ্যোক্তা হিসেবে ৭ জনকে ২০ হাজার টাকা করে, ৭ জন সাধারণ উদ্যোক্তাকে ৩০ হাজার টাকা করে, এবং ৭ জন বিশেষ উদ্যোক্তাকে ৪০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৩০ হাজার টাকার সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা, প্রকল্প পরিচালক, এবং আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

এছাড়া, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের লক্ষ্য হলো বাংলাদেশের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং তাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা। ট্রাস্টের সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৮৪ হাজার। ২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, ট্রাস্ট অক্ষমতা, দুর্ঘটনা, পঙ্গুত্ব বা রোগজনিত কারণে ইমাম মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা ও ঋণ প্রদান করছে। তাদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্যও আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনার কয়রা উপজেলায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ: রফিকুল ইসলাম নেতৃত্বে সচেতনতা বৃদ্ধি

ইমামদের ২ কোটি ৩১ লক্ষ টাকা সহায়তা দিল ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট

আপডেট সময় : ০৪:৫৮:৪৮ অপরাহ্ণ, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে অসহায় দরিদ্র ৬০০ জন ইমাম মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ হিসেবে ১ কোটি ৮০ লাখ টাকা এবং অনুদান হিসেবে ৪ হাজার ৬২০ জনকে ৫ হাজার টাকা হারে মোট ২ কোটি ৩১ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

অনুষ্ঠানে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশের সমাজ সংস্কারে আলেম সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সরকারের অগ্রাধিকার এবং সন্ত্রাস দমন ও সামাজিক সমস্যা সমাধানে আলেমরাই সঠিক দিকনির্দেশনা দিতে সক্ষম।

তিনি আরও বলেন, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট একটি সময়োপযোগী পদক্ষেপ, যা জনবান্ধব এবং আগামীতে এর কার্যক্রম আরো সম্প্রসারিত হবে। ইমাম মুয়াজ্জিনদের কল্যাণে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা তৈরি ও তাদের জন্য পে-স্কেল ঘোষণা করার পরিকল্পনাও রয়েছে।

এদিনের অনুষ্ঠানে ঢাকা জেলার ২৯৫ জন ইমাম মুয়াজ্জিনকে ৫ হাজার টাকা হারে ১৪ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া, উদ্যোক্তা হিসেবে ৭ জনকে ২০ হাজার টাকা করে, ৭ জন সাধারণ উদ্যোক্তাকে ৩০ হাজার টাকা করে, এবং ৭ জন বিশেষ উদ্যোক্তাকে ৪০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৩০ হাজার টাকার সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা, প্রকল্প পরিচালক, এবং আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

এছাড়া, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের লক্ষ্য হলো বাংলাদেশের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং তাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা। ট্রাস্টের সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৮৪ হাজার। ২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, ট্রাস্ট অক্ষমতা, দুর্ঘটনা, পঙ্গুত্ব বা রোগজনিত কারণে ইমাম মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা ও ঋণ প্রদান করছে। তাদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্যও আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।