করো উপজেলা প্রতিনিধি :ফরহাদ হোসাইন
কয়রা থানা পুলিশী অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ ওসমান আলী সানা নামে একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি হলেন কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের আমাদি গ্রামের ওয়াজে আলী সানার ছেলে।
পুলিশ জানান থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই রাজেত ও এসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স আসাদের প্রচেষ্টায় ৭ই ফেব্রুয়ারি বেলা আড়াইটার দিকে আমাদের কালিবাড়ি মন্দিরের সামনে থেকে তাকে আটক করা হয়। কয়রা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিএম এমদাদুল হক জানান, মাদকের সাথে যারা জড়িত ছাড় দেয়া হবে না।
পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে