শিরোনাম :
Logo আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্বেই প্রয়োজন : খুবি উপাচার্য Logo বিশ্বের বড় কমেডি উৎসব সৌদি আরবে Logo রাবিতে ভর্তিতে জালিয়াতির অভিযোগে ১ শিক্ষার্থী আটক Logo মতলবে হাতপাখার সংসদ সদস্য প্রার্থী মানসুর আহমদ সাকী’র পক্ষে লিফলেট বিতরণ Logo ব্যান্ডশিল্পী রাতুল মারা গেছেন Logo গাজায় বোমা হামলা ও অনাহারে আরও ৭১ ফিলিস্তিনির মৃত্যু Logo যবিপ্রবিতে শিক্ষকদের উচ্চশিক্ষা যাত্রায় শুভেচ্ছা ও প্রত্যাবর্তনে সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রী পদে একজন ১০ বছরের বেশি নয়, একমত সব দল Logo থাইল্যান্ড ও কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প Logo চুয়াডাঙ্গা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি শুরু জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণের উদ্যোগ, পুরো পৌর এলাকায় চলবে স্প্রে কার্যক্রম

এবার আলাস্কায় ১০ আরোহীসহ ছোট উড়োজাহাজ নিখোঁজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৫৮:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭২১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের আলাস্কার উনালাকলিট থেকে নোমে যাওয়ার পথে নিখোঁজ হওয়া বেরিং এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজের সন্ধানে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আলাস্কার জননিরাপত্তা বিভাগ এ বিষয়টি জানায়।

ছোট টার্বোপ্রপ সেসনা ক্যারাভান উড়োজাহাজটিতে নয়জন যাত্রী ও একজন পাইলট ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, বর্তমানে উড়োজাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।

আলাস্কায় বিমান দুর্ঘটনার হার অন্যান্য মার্কিন রাজ্যের তুলনায় বেশি বলে জানিয়েছে জাতীয় পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য ইনস্টিটিউট। আলাস্কার পাহাড়ি অঞ্চলের কারণে এখানকার প্রতিকূল আবহাওয়া এবং বিভিন্ন গ্রাম রাস্তা দিয়ে একে অপরের সাথে সংযুক্ত না থাকার কারণে ছোট উড়োজাহাজ দিয়ে মানুষ ও পণ্য পরিবহন করা হয়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বেরিং এয়ার একটি আলাস্কা-ভিত্তিক আঞ্চলিক বিমান সংস্থা, যা প্রায় ৩৯টি বিমান এবং হেলিকপ্টার পরিচালনা করে।

আলাস্কা রাজ্য পুলিশ জানায়, উড়োজাহাজটি উনালাকলিট থেকে স্থানীয় সময় বিকেলে উড্ডয়ন করে, কিন্তু ৩৮ মিনিট পর ফ্লাইটরাডার২৪ এর ট্র্যাকারদের মাধ্যমে এর শেষ অবস্থান জানা যায়, এরপর আর কোনো সিগনাল পাওয়া যায়নি। সাধারণত, এই রুটে এক ঘণ্টারও কম সময় লাগে নোমে পৌঁছাতে।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধারকারী দল উড়োজাহাজটির শেষ অবস্থান ট্র্যাক করার জন্য কাজ করছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার একটি নতুন ঘটনা।

এর আগে গত ৩০ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি যাত্রীবাহী উড়োজাহাজ ও মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৬৭ জন নিহত হয়।

এছাড়াও, কিছুদিন পর ফিলাডেলফিয়ায় একটি মেডিকেল বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হন।

সূত্র: এএফপি, রয়টার্স

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্বেই প্রয়োজন : খুবি উপাচার্য

এবার আলাস্কায় ১০ আরোহীসহ ছোট উড়োজাহাজ নিখোঁজ

আপডেট সময় : ০৩:৫৮:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রের আলাস্কার উনালাকলিট থেকে নোমে যাওয়ার পথে নিখোঁজ হওয়া বেরিং এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজের সন্ধানে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আলাস্কার জননিরাপত্তা বিভাগ এ বিষয়টি জানায়।

ছোট টার্বোপ্রপ সেসনা ক্যারাভান উড়োজাহাজটিতে নয়জন যাত্রী ও একজন পাইলট ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, বর্তমানে উড়োজাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।

আলাস্কায় বিমান দুর্ঘটনার হার অন্যান্য মার্কিন রাজ্যের তুলনায় বেশি বলে জানিয়েছে জাতীয় পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য ইনস্টিটিউট। আলাস্কার পাহাড়ি অঞ্চলের কারণে এখানকার প্রতিকূল আবহাওয়া এবং বিভিন্ন গ্রাম রাস্তা দিয়ে একে অপরের সাথে সংযুক্ত না থাকার কারণে ছোট উড়োজাহাজ দিয়ে মানুষ ও পণ্য পরিবহন করা হয়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বেরিং এয়ার একটি আলাস্কা-ভিত্তিক আঞ্চলিক বিমান সংস্থা, যা প্রায় ৩৯টি বিমান এবং হেলিকপ্টার পরিচালনা করে।

আলাস্কা রাজ্য পুলিশ জানায়, উড়োজাহাজটি উনালাকলিট থেকে স্থানীয় সময় বিকেলে উড্ডয়ন করে, কিন্তু ৩৮ মিনিট পর ফ্লাইটরাডার২৪ এর ট্র্যাকারদের মাধ্যমে এর শেষ অবস্থান জানা যায়, এরপর আর কোনো সিগনাল পাওয়া যায়নি। সাধারণত, এই রুটে এক ঘণ্টারও কম সময় লাগে নোমে পৌঁছাতে।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধারকারী দল উড়োজাহাজটির শেষ অবস্থান ট্র্যাক করার জন্য কাজ করছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার একটি নতুন ঘটনা।

এর আগে গত ৩০ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি যাত্রীবাহী উড়োজাহাজ ও মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৬৭ জন নিহত হয়।

এছাড়াও, কিছুদিন পর ফিলাডেলফিয়ায় একটি মেডিকেল বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হন।

সূত্র: এএফপি, রয়টার্স