ছোট টার্বোপ্রপ সেসনা ক্যারাভান উড়োজাহাজটিতে নয়জন যাত্রী ও একজন পাইলট ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, বর্তমানে উড়োজাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।
আলাস্কায় বিমান দুর্ঘটনার হার অন্যান্য মার্কিন রাজ্যের তুলনায় বেশি বলে জানিয়েছে জাতীয় পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য ইনস্টিটিউট। আলাস্কার পাহাড়ি অঞ্চলের কারণে এখানকার প্রতিকূল আবহাওয়া এবং বিভিন্ন গ্রাম রাস্তা দিয়ে একে অপরের সাথে সংযুক্ত না থাকার কারণে ছোট উড়োজাহাজ দিয়ে মানুষ ও পণ্য পরিবহন করা হয়।
আলাস্কা রাজ্য পুলিশ জানায়, উড়োজাহাজটি উনালাকলিট থেকে স্থানীয় সময় বিকেলে উড্ডয়ন করে, কিন্তু ৩৮ মিনিট পর ফ্লাইটরাডার২৪ এর ট্র্যাকারদের মাধ্যমে এর শেষ অবস্থান জানা যায়, এরপর আর কোনো সিগনাল পাওয়া যায়নি। সাধারণত, এই রুটে এক ঘণ্টারও কম সময় লাগে নোমে পৌঁছাতে।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধারকারী দল উড়োজাহাজটির শেষ অবস্থান ট্র্যাক করার জন্য কাজ করছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার একটি নতুন ঘটনা।
এর আগে গত ৩০ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি যাত্রীবাহী উড়োজাহাজ ও মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৬৭ জন নিহত হয়।
সূত্র: এএফপি, রয়টার্স