শুক্রবার | ৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় ৯৮ শতাংশ শিক্ষার্থী Logo খুবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ পরিক্ষার্থী  Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ১১০ ফিলিস্তিনি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩৪:১২ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
  • ৭৬৩ বার পড়া হয়েছে

যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের কারাগার থেকে ১১০ ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এই বন্দিরা ইসরায়েলের ওফার কারাগার থেকে ছাড়া পান।

এর আগে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ ইসরায়েলি জিম্মি তিনজন এবং থাইল্যান্ডের পাঁচ নাগরিকসহ মোট আটজনকে মুক্তি দিয়েছিল। এর মধ্যে সাতজনকে গাজার খান ইউনিসে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়, যেখানে হাজারো মানুষ জমায়েত হন। এ কারণে মুক্তির প্রক্রিয়া ধীর হয়ে যায়। ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, পরবর্তী সময়ে মুক্তি পাওয়া জিম্মিদের নিরাপত্তার স্বার্থে যাতে জনবহুল এলাকায় হস্তান্তর না করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা কিছু অংশ পশ্চিমতীরের রামাল্লা এবং গাজায় চলে গেছেন। তবে, তাদের পরিবারকে কোনো উদযাপন করতে নিষেধ করা হয়েছে এবং এমনকি উদযাপন করা ব্যক্তিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনারা হুমকি দিয়েছে। জেরুজালেমে উদযাপন করার জন্য ১২ জনকে গ্রেফতারও করা হয়েছে।

আলজাজিরা সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গাজায় ড্রোনের মাধ্যমে ইসরায়েল সতর্কতা দেয় এবং “উদযাপন না করার” জন্য লিফলেট ছড়িয়ে দেয়। কিন্তু এসব হুমকি সত্ত্বেও রামাল্লা শহরের সাধারণ মানুষ উদযাপন করতে দেখা যায়।

মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে কেউ কেউ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছিল। তবে ইসরায়েল তাদের পশ্চিমতীরে যেতে দেয়নি এবং তাদের গাজা বা মিসরে পাঠানো হয়েছে। সূত্র: আল-জাজিরা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় ৯৮ শতাংশ শিক্ষার্থী

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ১১০ ফিলিস্তিনি

আপডেট সময় : ১০:৩৪:১২ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫

যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের কারাগার থেকে ১১০ ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এই বন্দিরা ইসরায়েলের ওফার কারাগার থেকে ছাড়া পান।

এর আগে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ ইসরায়েলি জিম্মি তিনজন এবং থাইল্যান্ডের পাঁচ নাগরিকসহ মোট আটজনকে মুক্তি দিয়েছিল। এর মধ্যে সাতজনকে গাজার খান ইউনিসে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়, যেখানে হাজারো মানুষ জমায়েত হন। এ কারণে মুক্তির প্রক্রিয়া ধীর হয়ে যায়। ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, পরবর্তী সময়ে মুক্তি পাওয়া জিম্মিদের নিরাপত্তার স্বার্থে যাতে জনবহুল এলাকায় হস্তান্তর না করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা কিছু অংশ পশ্চিমতীরের রামাল্লা এবং গাজায় চলে গেছেন। তবে, তাদের পরিবারকে কোনো উদযাপন করতে নিষেধ করা হয়েছে এবং এমনকি উদযাপন করা ব্যক্তিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনারা হুমকি দিয়েছে। জেরুজালেমে উদযাপন করার জন্য ১২ জনকে গ্রেফতারও করা হয়েছে।

আলজাজিরা সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গাজায় ড্রোনের মাধ্যমে ইসরায়েল সতর্কতা দেয় এবং “উদযাপন না করার” জন্য লিফলেট ছড়িয়ে দেয়। কিন্তু এসব হুমকি সত্ত্বেও রামাল্লা শহরের সাধারণ মানুষ উদযাপন করতে দেখা যায়।

মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে কেউ কেউ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছিল। তবে ইসরায়েল তাদের পশ্চিমতীরে যেতে দেয়নি এবং তাদের গাজা বা মিসরে পাঠানো হয়েছে। সূত্র: আল-জাজিরা