ভারতের উত্তরপ্রদেশে চলমান মহাকুম্ভ মেলায় (গ্রেট পিচার ফেস্টিভ্যালে) পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছ। এখন পর্যন্ত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২৯ জানুয়ারি) দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
ওই প্রতিবেদনে বলা হয়, হাসপাতাল সূত্র জানিয়েছে, অনেককেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা এখনো জানানো হয়নি। আহতের সংখ্যাও স্পষ্টভাবে জানানো হয়নি।
কয়েকটি ভিডিও এবং ছবিতে দেখা যায়, মরদেহগুলো স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং মাটিতে বসে লোকজন কাঁদছেন। এ সময় সেখানে জামাকাপড়, জুতা, কম্বল এবং ব্যাকপ্যাক মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল। লোকজন বাঁচার জন্য এদিক সেদিন ছোটাছুটি করছিলেন।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেছেন বলে জানা গেছে। পরিস্থিতির খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, বুধবার সকাল থেকে মৌনী অমাবস্যার শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, পঞ্জিকা অনুযায়ী গতকাল মঙ্গলবার ছিল মৌনী অমাবস্যা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, এই তিথিতে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে স্নান করলে অশেষ পুণ্য অর্জিত হয় এবং মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে। এ কারণেই মঙ্গলবার সেখানে প্রচুর মানুষের ভিড় ছিলো।









































