শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং

ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: জয়শঙ্কর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৫:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
  • ৭৮১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর নিজেই এই তথ্য জানিয়েছেন, তবে বাংলাদেশ নিয়ে কী ধরনের আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে- জয়শঙ্কর বলেছেন, ‘বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে এর বেশি কিছু বলা ঠিক হবে না।’ রুবিও-জয়শঙ্কর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

এটি ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সঙ্গে জয়শঙ্করের প্রথম বৈঠক। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এটি ছিল তাদের প্রথম দ্বিপাক্ষিক আলোচনা।

পাশাপাশি, ভারতীয় বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া জানায়- পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের সঙ্গেও।নির্দিষ্ট আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা
ভারতীয় ও মার্কিন কূটনীতিকরা আগামী ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের পরিকল্পনা করছেন। এই বৈঠকে, চীনকে মোকাবিলা করার কৌশল এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি সহ দক্ষ কর্মী ভিসার বিষয়েও আলোচনা হতে পারে।

এদিকে, ট্রাম্প প্রশাসনের অধীনে ভারতীয় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে মার্কিন শুল্ক নীতি নিয়ে। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের বিষয়টি পুনর্বিবেচনার ইঙ্গিত দেয়, এবং এর ফলে ভারতের ওপর শুল্ক চাপানোর আশঙ্কা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: জয়শঙ্কর

আপডেট সময় : ০১:০৫:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর নিজেই এই তথ্য জানিয়েছেন, তবে বাংলাদেশ নিয়ে কী ধরনের আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে- জয়শঙ্কর বলেছেন, ‘বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে এর বেশি কিছু বলা ঠিক হবে না।’ রুবিও-জয়শঙ্কর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

এটি ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সঙ্গে জয়শঙ্করের প্রথম বৈঠক। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এটি ছিল তাদের প্রথম দ্বিপাক্ষিক আলোচনা।

পাশাপাশি, ভারতীয় বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া জানায়- পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের সঙ্গেও।নির্দিষ্ট আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা
ভারতীয় ও মার্কিন কূটনীতিকরা আগামী ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের পরিকল্পনা করছেন। এই বৈঠকে, চীনকে মোকাবিলা করার কৌশল এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি সহ দক্ষ কর্মী ভিসার বিষয়েও আলোচনা হতে পারে।

এদিকে, ট্রাম্প প্রশাসনের অধীনে ভারতীয় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে মার্কিন শুল্ক নীতি নিয়ে। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের বিষয়টি পুনর্বিবেচনার ইঙ্গিত দেয়, এবং এর ফলে ভারতের ওপর শুল্ক চাপানোর আশঙ্কা রয়েছে।