শিরোনাম :
Logo বীরগঞ্জে ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ ও ১টি ইউনিয়ন শিশু শ্রম মুক্ত ঘোষণা Logo ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা Logo পিয়াস আফ্রিদির উদ্যোগে চিত্রনায়ক ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের পথচলা Logo প্রান্তিক মানুষের আস্থার নাম সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিক Logo ইবিতে সিরাতুন নবি (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী Logo ইবি ক্যাম্পাসে তালিকাভুক্ত নয় এমন  সংগঠনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা Logo সুন্দরবনের বিনা পাশে প্রবেশ করায় তিন জেলা কটক  Logo খুবি রিসার্চ সোসাইটির নতুন নেতৃত্বে বকসী-গৌর Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ

আবদুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদও ক্রোকের নির্দেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২২:২০ অপরাহ্ণ, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
  • ৭৪৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ এবং তাঁর পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত।

এর পাশাপাশি, সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার এ আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন।

দুদকের তথ্য অনুযায়ী, আবদুস সোবহান গোলাপ, তাঁর স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া এবং মেয়ে আনিশা গোলাপ মিয়ার নামে মিরপুরে একটি পাঁচতলা বাড়ি এবং যুক্তরাষ্ট্রে ৯টি স্থাবর সম্পত্তি রয়েছে, যার মধ্যে ৮টি সিঙ্গেল রেসিডেনসিয়াল কন্ডো ইউনিট এবং ১টি ডুয়েল ফ্যামিলি ইউনিট রয়েছে। এছাড়া, তাঁদের ৫৩টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক আরও জানায়, আবদুস সোবহান গোলাপ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার এবং সম্পত্তি কেনার অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। গত ২ অক্টোবর আদালত তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। তিনি বর্তমানে গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন।

অপরদিকে, সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ব্যাংক হিসাবেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দুদক জানায়, জিল্লুল হাকিম, তাঁর স্ত্রী সাঈদা হাকিম এবং ছেলে আশিক মাহমুদের ব্যাংক হিসাবের মধ্যে প্রায় ১৪ কোটি ২৫ লাখ টাকা জমা রয়েছে। জিল্লুল হাকিমের ১৯টি ব্যাংক হিসাবের মধ্যে ১২ কোটি ৩৬ লাখ টাকা, সাঈদা হাকিমের ৬টি ব্যাংক হিসাবের মধ্যে ১ কোটি ২৫ লাখ টাকা, এবং আশিক মাহমুদের এক ব্যাংক হিসাবের মধ্যে ২ লাখ ৭০ হাজার টাকা রয়েছে। এর ভিত্তিতে আদালত তাঁদের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ ও ১টি ইউনিয়ন শিশু শ্রম মুক্ত ঘোষণা

আবদুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদও ক্রোকের নির্দেশ

আপডেট সময় : ০৮:২২:২০ অপরাহ্ণ, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ এবং তাঁর পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত।

এর পাশাপাশি, সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার এ আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন।

দুদকের তথ্য অনুযায়ী, আবদুস সোবহান গোলাপ, তাঁর স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া এবং মেয়ে আনিশা গোলাপ মিয়ার নামে মিরপুরে একটি পাঁচতলা বাড়ি এবং যুক্তরাষ্ট্রে ৯টি স্থাবর সম্পত্তি রয়েছে, যার মধ্যে ৮টি সিঙ্গেল রেসিডেনসিয়াল কন্ডো ইউনিট এবং ১টি ডুয়েল ফ্যামিলি ইউনিট রয়েছে। এছাড়া, তাঁদের ৫৩টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক আরও জানায়, আবদুস সোবহান গোলাপ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার এবং সম্পত্তি কেনার অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। গত ২ অক্টোবর আদালত তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। তিনি বর্তমানে গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন।

অপরদিকে, সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ব্যাংক হিসাবেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দুদক জানায়, জিল্লুল হাকিম, তাঁর স্ত্রী সাঈদা হাকিম এবং ছেলে আশিক মাহমুদের ব্যাংক হিসাবের মধ্যে প্রায় ১৪ কোটি ২৫ লাখ টাকা জমা রয়েছে। জিল্লুল হাকিমের ১৯টি ব্যাংক হিসাবের মধ্যে ১২ কোটি ৩৬ লাখ টাকা, সাঈদা হাকিমের ৬টি ব্যাংক হিসাবের মধ্যে ১ কোটি ২৫ লাখ টাকা, এবং আশিক মাহমুদের এক ব্যাংক হিসাবের মধ্যে ২ লাখ ৭০ হাজার টাকা রয়েছে। এর ভিত্তিতে আদালত তাঁদের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।