শিরোনাম :
Logo চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ Logo সুন্দরবনের মাউন্দে নদী এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১ টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ জব্দ Logo শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া ও বাল্যবিবাহ রোধে তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ Logo সফরমালী উচ্চ বিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ Logo চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার‌ দশমী ব্রিজপাড়া অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোঃ সাইদুর রহমান গ্রেফতার Logo বগুড়া-কালিয়াকৈর বিদ্যুৎ লাইনের গাছ কেটে ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ Logo ইউরোপীয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরামের নেতা মোয়াজ্জেম হোসেন মিয়াজীকে সংবর্ধনা Logo ছেলের জন্মদিনে দোয়া চাইলেন পলাশ Logo কিসের ভিত্তিতে এসব অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, প্রশ্ন ওমর সানীর Logo দক্ষিণ আফ্রিকা সিরিজে বেশ কিছু পরিবর্তন করে অস্ট্রেলিয়ার টি২০, ওয়ানডে দল ঘোষণা

৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানঃ জানালেন উপেন্দ্র দ্বিবেদী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:২৩:৩৫ অপরাহ্ণ, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
  • ৭৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। গণঅভ্যুত্থানের সময়ে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ ছিলো বলেও জানান তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যম কর্মীর প্রশ্নের উত্তর দেন। এক পর্যায়ে, ইন্ডিয়া টুডে’র এক সাংবাদিক বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তার মতামত জানতে চান।

উত্তরে দ্বিবেদী বলেন, ‘বাংলাদেশ আমাদের প্রতিবেশী। দেশটির সীমান্তের একটি ছোট অংশ ছাড়া প্রায় পুরো সীমান্তই ভারতীয় ভূখণ্ডে রয়েছে। আমারা সর্বদা একে অপরকে বুঝি। তাই আমাদেরও মিলেমিশে থাকতে হবে এবং এমন কিছু করা উচিত নয়, যাতে দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।’

জেনারেল দ্বিবেদী আরও জানান, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। গত বছরের ৫ আগস্ট, বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছিল। আর সর্বশেষ ২৪ নভেম্বর, বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছে।’

দুদেশের মধ্যে সামরিক সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই অব্যাহত আছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে, যখন একটি ‘নির্বাচিত সরকার’ বাংলাদেশে ক্ষমতায় আসবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ

৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানঃ জানালেন উপেন্দ্র দ্বিবেদী

আপডেট সময় : ০৫:২৩:৩৫ অপরাহ্ণ, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। গণঅভ্যুত্থানের সময়ে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ ছিলো বলেও জানান তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যম কর্মীর প্রশ্নের উত্তর দেন। এক পর্যায়ে, ইন্ডিয়া টুডে’র এক সাংবাদিক বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তার মতামত জানতে চান।

উত্তরে দ্বিবেদী বলেন, ‘বাংলাদেশ আমাদের প্রতিবেশী। দেশটির সীমান্তের একটি ছোট অংশ ছাড়া প্রায় পুরো সীমান্তই ভারতীয় ভূখণ্ডে রয়েছে। আমারা সর্বদা একে অপরকে বুঝি। তাই আমাদেরও মিলেমিশে থাকতে হবে এবং এমন কিছু করা উচিত নয়, যাতে দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।’

জেনারেল দ্বিবেদী আরও জানান, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। গত বছরের ৫ আগস্ট, বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছিল। আর সর্বশেষ ২৪ নভেম্বর, বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছে।’

দুদেশের মধ্যে সামরিক সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই অব্যাহত আছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে, যখন একটি ‘নির্বাচিত সরকার’ বাংলাদেশে ক্ষমতায় আসবে।