বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা Logo কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল

আ. লীগের সাবেক মন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩২:৪১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ৭৪৩ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত সাবেক ১২ মন্ত্রীসহ মোট ১৬ জনকে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান সোমবার (১৬ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ওই ১৬ জনের মধ্যে সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি ও রাজনীতিবিদও রয়েছেন।’

আজ ট্রাইব্যুনালে যাদের হাজির করা হবে, তারা হলেন- সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শহাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু ও কামরুল ইসলাম।

আরও রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের শুনানিতে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হবে এবং পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করা হবে।

এর আগে গত ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ মোট ১৩ জনকে হাজির করা হয়েছিল। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওইদিন আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য এক মাস সময় বেঁধে দেওয়া হয়, যা আজকের দিনেই জমা দেওয়ার নির্দেশ ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আ. লীগের সাবেক মন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ

আপডেট সময় : ১০:৩২:৪১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত সাবেক ১২ মন্ত্রীসহ মোট ১৬ জনকে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান সোমবার (১৬ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ওই ১৬ জনের মধ্যে সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি ও রাজনীতিবিদও রয়েছেন।’

আজ ট্রাইব্যুনালে যাদের হাজির করা হবে, তারা হলেন- সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শহাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু ও কামরুল ইসলাম।

আরও রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের শুনানিতে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হবে এবং পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করা হবে।

এর আগে গত ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ মোট ১৩ জনকে হাজির করা হয়েছিল। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওইদিন আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য এক মাস সময় বেঁধে দেওয়া হয়, যা আজকের দিনেই জমা দেওয়ার নির্দেশ ছিল।