শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা Logo হাদী হত্যা বিচারের দাবিতে খুবির কেমিস্ট্রি ডিসিপ্লিনের ভিন্নধর্মী প্রতিবাদ Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা

আ. লীগের সাবেক মন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩২:৪১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ৭৪৭ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত সাবেক ১২ মন্ত্রীসহ মোট ১৬ জনকে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান সোমবার (১৬ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ওই ১৬ জনের মধ্যে সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি ও রাজনীতিবিদও রয়েছেন।’

আজ ট্রাইব্যুনালে যাদের হাজির করা হবে, তারা হলেন- সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শহাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু ও কামরুল ইসলাম।

আরও রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের শুনানিতে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হবে এবং পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করা হবে।

এর আগে গত ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ মোট ১৩ জনকে হাজির করা হয়েছিল। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওইদিন আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য এক মাস সময় বেঁধে দেওয়া হয়, যা আজকের দিনেই জমা দেওয়ার নির্দেশ ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

আ. লীগের সাবেক মন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ

আপডেট সময় : ১০:৩২:৪১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত সাবেক ১২ মন্ত্রীসহ মোট ১৬ জনকে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান সোমবার (১৬ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ওই ১৬ জনের মধ্যে সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি ও রাজনীতিবিদও রয়েছেন।’

আজ ট্রাইব্যুনালে যাদের হাজির করা হবে, তারা হলেন- সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শহাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু ও কামরুল ইসলাম।

আরও রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের শুনানিতে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হবে এবং পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করা হবে।

এর আগে গত ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ মোট ১৩ জনকে হাজির করা হয়েছিল। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওইদিন আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য এক মাস সময় বেঁধে দেওয়া হয়, যা আজকের দিনেই জমা দেওয়ার নির্দেশ ছিল।