সিরিয়ার বিদ্রোহীদের প্রবল চাপের মুখে রোববার (৮ ডিসেম্বর) সকালেই দেশ ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনামলের অবসান হয়েছে। পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদের (সিরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট) সমাধিতে আগুন দিয়েছেন বিদ্রোহীরা।
বুধবার (১১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার উপকূলীয় লাতাকিয়ার কারদাহ এলাকায় ছিল হাফেজ আল আসাদের সমাধি। এই সমাধিস্থলে বিদ্রোহীরা আগুন ধরিয়ে দিয়েছে।
সংবাদ সংস্থা এএফপির এক ফুটেজে দেখা গেছে, বিদ্রোহী যোদ্ধারা সামরিক পোশাক পরা অবস্থায় বিপ্লবের পতাকা হাতে নিয়ে সমাধিস্থলের পুড়ে যাওয়া অংশে দাঁড়িয়ে ছবি তুলছে। সেখানে একটি কফিনসহ সমাধির অংশগুলোকে জ্বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওই কফিনটি হাফেজ আল আসাদের।