শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং

হাসিনার মতো বাংলাদেশের পররাষ্ট্রনীতি বর্গা দেয়া হবে না

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৩৪:০৫ পূর্বাহ্ণ, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ৭৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক সিদ্ধান্ত এখন থেকে ঢাকা থেকে নির্ধারিত হবে। অন্য কাউকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ‌

সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন, কলকাতায় উপহাইকমিশনের সামনে বিক্ষোভ ও ন্যাক্কারজনক হামলার ঘটনার পর এই মন্তব্য করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এ বিষয়ে ইংরেজিতে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এই মুহূর্তে স্বচ্ছতা, পারস্পরিক আস্থা ও সম্মানের নীতির ওপর দাঁড়িয়ে। এটি এমন একটি নীতি যা দৃঢ়কণ্ঠে এবং সরাসরি কথা বলে। এখানে অস্পষ্টতার জন্য কোন জায়গা নেই। কারোর ওপর নির্ভরশীল না হয়ে সার্বভৌমত্ব এবং আত্মনির্ভরশীলতাকে ভিত্তি করে, বাংলাদেশ সিদ্ধান্ত গ্রহণে অন্য কোন দেশের কাছে কোনো প্রকার বর্গা দেয়া ছাড়াই নিজস্ব বৈদেশিক বিষয়গুলি পরিচালনা করার সাহস ও সক্ষমতা উভয়ই রাখে।

এরপর তিনি লিখেছেন, এই দৃষ্টিভঙ্গি একটি আরও আত্মবিশ্বাসী ও দৃঢ় কূটনৈতিক অবস্থানের দিকে পরিবর্তন নির্দেশ করে, যা নিশ্চিত করে যে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত থাকবে এবং আন্তর্জাতিক পরিসরে তার কণ্ঠস্বর শোনা যাবে।

এ পোস্টে তিনি আরও যোগ করেন, এটি একটি নীতি যা সমতার ভিত্তিতে গড়ে ওঠে, কারো কাছে আত্মসমর্পণের নয়, বরং ভারসাম্যপূর্ণ ও ন্যায্য অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়।

বাংলাদেশ আত্মবিশ্বাস ও নিজস্ব স্বকীয়তার সঙ্গে জটিল বৈশ্বিক পরিবেশে চলতে প্রস্তুত এবং সক্ষম, প্রতিটি সম্পৃক্ততায় তার মর্যাদা ও নীতিমালা সমুন্নত রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হাসিনার মতো বাংলাদেশের পররাষ্ট্রনীতি বর্গা দেয়া হবে না

আপডেট সময় : ০৯:৩৪:০৫ পূর্বাহ্ণ, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক সিদ্ধান্ত এখন থেকে ঢাকা থেকে নির্ধারিত হবে। অন্য কাউকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ‌

সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন, কলকাতায় উপহাইকমিশনের সামনে বিক্ষোভ ও ন্যাক্কারজনক হামলার ঘটনার পর এই মন্তব্য করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এ বিষয়ে ইংরেজিতে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এই মুহূর্তে স্বচ্ছতা, পারস্পরিক আস্থা ও সম্মানের নীতির ওপর দাঁড়িয়ে। এটি এমন একটি নীতি যা দৃঢ়কণ্ঠে এবং সরাসরি কথা বলে। এখানে অস্পষ্টতার জন্য কোন জায়গা নেই। কারোর ওপর নির্ভরশীল না হয়ে সার্বভৌমত্ব এবং আত্মনির্ভরশীলতাকে ভিত্তি করে, বাংলাদেশ সিদ্ধান্ত গ্রহণে অন্য কোন দেশের কাছে কোনো প্রকার বর্গা দেয়া ছাড়াই নিজস্ব বৈদেশিক বিষয়গুলি পরিচালনা করার সাহস ও সক্ষমতা উভয়ই রাখে।

এরপর তিনি লিখেছেন, এই দৃষ্টিভঙ্গি একটি আরও আত্মবিশ্বাসী ও দৃঢ় কূটনৈতিক অবস্থানের দিকে পরিবর্তন নির্দেশ করে, যা নিশ্চিত করে যে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত থাকবে এবং আন্তর্জাতিক পরিসরে তার কণ্ঠস্বর শোনা যাবে।

এ পোস্টে তিনি আরও যোগ করেন, এটি একটি নীতি যা সমতার ভিত্তিতে গড়ে ওঠে, কারো কাছে আত্মসমর্পণের নয়, বরং ভারসাম্যপূর্ণ ও ন্যায্য অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়।

বাংলাদেশ আত্মবিশ্বাস ও নিজস্ব স্বকীয়তার সঙ্গে জটিল বৈশ্বিক পরিবেশে চলতে প্রস্তুত এবং সক্ষম, প্রতিটি সম্পৃক্ততায় তার মর্যাদা ও নীতিমালা সমুন্নত রাখবে।