‘জাতীয় ঐক্যর’ ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় আমাদের ছাত্রনেতাদের সঙ্গে বসবেন। আগামীকাল তিনি সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন। পরদিন তিনি ধর্মীয় গ্রুপগুলোর সঙ্গে বসবেন। প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান করেছেন। তাদের সঙ্গে তিনি বসবেন।
বৈঠকের কারণ নিয়ে প্রেস সচিব বলেন, সংলাপের উদ্দেশ্য জাতীয় ঐক্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য ছড়াচ্ছে। দেশে সংখ্যালঘু শ্রেণি নির্যাতনের স্বীকার হচ্ছে কি-না তা দেখতে আন্তজার্তিক মানবাধিকার সংগঠনগুলো আহ্বান জানাচ্ছি।



































