একের পর এক বোমা হামলার হুমকি পাচ্ছে ভারতের বিমান সংস্থাগুলো। এতে দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। শনিবার ৩০টিরও বেশি বোমার হুমকি পেয়েছে দেশটির বিমান সংস্থাগুলো। মাত্র ৬ দিনের ব্যবধানে ৭০টি বোমার হুমকি পেয়েছে বিমান সংস্থা।
শনিবার (১৯ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বিমান চলাচল সুরক্ষা সংস্থা ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটির (বিসিএএস) কর্মকর্তারা শনিবার নয়াদিল্লিতে এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন।
কর্মকর্তারা বলেছেন যে রাজীব গান্ধী ভবনে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের অফিসে অনুষ্ঠিত বৈঠকে সিইওদের হুমকিগুলি মোকাবেলার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) অনুসরণ করতে বলা হয়েছিল। এটি যাত্রীদের অসুবিধা এবং বাহকদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এনডিটিভির তথ্যমতে, শুধু শনিবারই বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটে ৩০টিরও বেশি বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত তদন্তে তারা দেখেছেন যে আইপি অ্যাড্রেসগুলো থেকে এই সপ্তাহে হুমকি দেওয়া হয়েছিল সেগুলোর কয়েকটি লন্ডন, জার্মানি, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের।
বোমা হামলা মোকাবেলায় নতুন নির্দেশনা শিগগিরই জারি করা হচ্ছে বলে বিসিএএস ও বিমানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।