বৃহস্পতিবার | ২২ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়, খালেদা জিয়ার জন্য দোয়া হ্যাঁ ভোটের পক্ষে থাকার আহ্বান Logo প্রতীক বরাদ্দের পর নেতা-কর্মীদের উচ্ছ্বাস সুফিবাদী সমাজ ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হোন — মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo সাতক্ষীরার ৪টি আসনে ২০ চূড়ান্ত প্রার্থীর প্রতীক বরাদ্দ

শেহবাজের ডিনারে অংশ নেবেন জয়শঙ্কর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২২:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ৭৪৯ বার পড়া হয়েছে

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) নামে একটি আঞ্চলিক জোটের বৈঠকে অংশ নিতে পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। মঙ্গলবার (১৫ অক্টোবর) পাকিস্তানে পৌছানোর কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

পাকিস্তানে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ডিনারে যোগ দেবেন জয়শঙ্কর। এর মাধ্যমে গত প্রায় ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে যাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সব ঠিক থাকলে ২০১৫ সালের পর কোনও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে যাবেন। এসসিও সম্মেলনে যোগ দিতে জয়শঙ্কর আজই ইসলামাবাদে পৌঁছাবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন তিনি।

জানা গেছে, শেহবাজ শরিফ ছাড়াও ওই নৈশভোজে থাকবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-ও।

ভারতের কূটনৈতিক মহল মনে করছে, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে পাকিস্তানে পাঠানো মোদি সরকারের তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত।

এদিকে সম্প্রতি একটি বক্তৃতায় জয়শঙ্কর জানিয়েছেন, যেকোনও প্রতিবেশী রাষ্ট্রের মতোই, পাকিস্তানের সঙ্গে সহজ সম্পর্ক ভারত অবশ্যই চায়। কিন্তু তা আন্তঃসীমান্ত সন্ত্রাস থেকে চোখ ফিরিয়ে নয়।

জয়শঙ্করের দাবি, ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছেন না তিনি। এসসিও-র একনিষ্ঠ সদস্য হিসেবেই পাকিস্তানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

গত রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, “ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে কোনও ধরনের বৈঠকের অনুরোধ পাইনি। আমরাও তেমন কোনও আবেদন করিনি। তবে প্রোটোকল অনুযায়ী সব দেশের নেতাদের মতোই ভারতের পররাষ্ট্রমন্ত্রীকেও স্বাগত জানানো হবে।”

এদিকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ইসলামাবাদে লকডাউন জারি করেছে পাকিস্তানের সরকার।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আফগানিস্তান নিয়ে একটি সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গিয়েছিলেন। তার পরের বছর সার্ক-ভুক্ত রাষ্ট্রগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছিল পাকিস্তানে। সেই বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সেটাই ছিল পাকিস্তানের মাটিতে কোনও বহুপাক্ষিক সম্মেলনে ভারতের শেষ বার যোগদান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে

শেহবাজের ডিনারে অংশ নেবেন জয়শঙ্কর

আপডেট সময় : ০১:২২:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) নামে একটি আঞ্চলিক জোটের বৈঠকে অংশ নিতে পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। মঙ্গলবার (১৫ অক্টোবর) পাকিস্তানে পৌছানোর কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

পাকিস্তানে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ডিনারে যোগ দেবেন জয়শঙ্কর। এর মাধ্যমে গত প্রায় ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে যাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সব ঠিক থাকলে ২০১৫ সালের পর কোনও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে যাবেন। এসসিও সম্মেলনে যোগ দিতে জয়শঙ্কর আজই ইসলামাবাদে পৌঁছাবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন তিনি।

জানা গেছে, শেহবাজ শরিফ ছাড়াও ওই নৈশভোজে থাকবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-ও।

ভারতের কূটনৈতিক মহল মনে করছে, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে পাকিস্তানে পাঠানো মোদি সরকারের তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত।

এদিকে সম্প্রতি একটি বক্তৃতায় জয়শঙ্কর জানিয়েছেন, যেকোনও প্রতিবেশী রাষ্ট্রের মতোই, পাকিস্তানের সঙ্গে সহজ সম্পর্ক ভারত অবশ্যই চায়। কিন্তু তা আন্তঃসীমান্ত সন্ত্রাস থেকে চোখ ফিরিয়ে নয়।

জয়শঙ্করের দাবি, ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছেন না তিনি। এসসিও-র একনিষ্ঠ সদস্য হিসেবেই পাকিস্তানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

গত রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, “ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে কোনও ধরনের বৈঠকের অনুরোধ পাইনি। আমরাও তেমন কোনও আবেদন করিনি। তবে প্রোটোকল অনুযায়ী সব দেশের নেতাদের মতোই ভারতের পররাষ্ট্রমন্ত্রীকেও স্বাগত জানানো হবে।”

এদিকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ইসলামাবাদে লকডাউন জারি করেছে পাকিস্তানের সরকার।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আফগানিস্তান নিয়ে একটি সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গিয়েছিলেন। তার পরের বছর সার্ক-ভুক্ত রাষ্ট্রগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছিল পাকিস্তানে। সেই বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সেটাই ছিল পাকিস্তানের মাটিতে কোনও বহুপাক্ষিক সম্মেলনে ভারতের শেষ বার যোগদান।