শিরোনাম :
Logo চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত! Logo “শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনে চাই সম্মিলিত প্রচেষ্টা” – ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান Logo সিরাজগঞ্জে বসতবাড়ির জমি দখলের হুমকির অভিযোগে জিডি Logo  ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ  Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণ নিয়ে লিখিত অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন Logo সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, চারজন আহত

সারা দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৩:০৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • ৭৫১ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্সঃ

চট্টগ্রামের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইনের ক্ষতিগ্রস্ত পাইপ মেরামত ও গ্যাস কমিশনিং সম্পন্ন হয়েছে। এর ফলে শুক্রবার (১২ জুলাই) বিকাল থেকে সারা দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এদিন সকাল থেকেই পাইপলাইনে গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত দীর্ঘ পাইপলাইন হওয়ায় ঢাকায় পুরোদমে গ্যাস পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। বিকেলে ঢাকায় গ্যাস সরবারহ বাড়ে এবং এখন স্বাভাবিক রয়েছে, এমন দাবি সংশ্লিষ্টদের।

এর আগে, সকাল ৭টা ২০ মিনিটে ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের কাজ সম্পন্ন হয়।

এদিন বিকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, এলএনজি সাপ্লাই ও গ্যাস গ্রিডের প্রেসার বর্তমান ৭০ পিএসআই-এর সঙ্গে সিনক্রোনাইজ করে পর্যায়ক্রমে গ্যাস সঞ্চালন ও চাপ বৃদ্ধি করা হচ্ছে।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সব পাইপলাইনের ম্যাপ রাখার নির্দেশ দিয়ে বলেছেন, ম্যাপিং হাতে থাকলে এরকম দুর্ঘটনা ঘটবে না। গ্রাহক ভোগান্তি লাঘব করতে নিয়মিত মনিটরিং বাড়াতে হবে। এছাড়া অনাকাক্ষিত এ ঘটনার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

এর আগে কর্ণফুলী টানেল ও কাফকোর মধ্যবর্তী স্থানে ৯ জুলাই দুর্ঘটনা ঘটে। এতে ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। জরুরি রক্ষণাবেক্ষণের কারণে মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনাল থেকেও এলএনজি সরবরাহ কমে যায়। সব মিলিয়ে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয় দেশজুড়ে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত!

সারা দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক

আপডেট সময় : ০৮:১৩:০৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৩ জুলাই ২০২৪

নীলকন্ঠ ডেক্সঃ

চট্টগ্রামের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইনের ক্ষতিগ্রস্ত পাইপ মেরামত ও গ্যাস কমিশনিং সম্পন্ন হয়েছে। এর ফলে শুক্রবার (১২ জুলাই) বিকাল থেকে সারা দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এদিন সকাল থেকেই পাইপলাইনে গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত দীর্ঘ পাইপলাইন হওয়ায় ঢাকায় পুরোদমে গ্যাস পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। বিকেলে ঢাকায় গ্যাস সরবারহ বাড়ে এবং এখন স্বাভাবিক রয়েছে, এমন দাবি সংশ্লিষ্টদের।

এর আগে, সকাল ৭টা ২০ মিনিটে ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের কাজ সম্পন্ন হয়।

এদিন বিকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, এলএনজি সাপ্লাই ও গ্যাস গ্রিডের প্রেসার বর্তমান ৭০ পিএসআই-এর সঙ্গে সিনক্রোনাইজ করে পর্যায়ক্রমে গ্যাস সঞ্চালন ও চাপ বৃদ্ধি করা হচ্ছে।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সব পাইপলাইনের ম্যাপ রাখার নির্দেশ দিয়ে বলেছেন, ম্যাপিং হাতে থাকলে এরকম দুর্ঘটনা ঘটবে না। গ্রাহক ভোগান্তি লাঘব করতে নিয়মিত মনিটরিং বাড়াতে হবে। এছাড়া অনাকাক্ষিত এ ঘটনার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

এর আগে কর্ণফুলী টানেল ও কাফকোর মধ্যবর্তী স্থানে ৯ জুলাই দুর্ঘটনা ঘটে। এতে ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। জরুরি রক্ষণাবেক্ষণের কারণে মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনাল থেকেও এলএনজি সরবরাহ কমে যায়। সব মিলিয়ে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয় দেশজুড়ে।