শুক্রবার | ৩০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo “সাংবাদিক মিলনমেলায় তারকাদের ছোঁয়া: গাজীপুরে আসছেন চিত্রনায়ক তায়েব-ও-ববি” Logo চাঁদপুরে এক বছরে অভিযান ঝড়: ৫১৭ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ৪২ লাখ টাকা Logo হেলমেট না থাকায় সেনা সদস্যদের মারধরে যুবক নিহতের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু Logo চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ডে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক Logo চাঁদপুরে স্বর্ণ শিশুদের নিয়ে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ: গাইবান্ধা-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন Logo খুলনা-৬ আসনে জীবনমান উন্নয়নের অঙ্গীকার বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর Logo অ্যাসেটের অর্থায়নে কর্মমুখী সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে-যুগ্ম সচিব মুহাম্মদ মূনীরুজ্জামান ভূঁইয়া Logo চাঁদপুর পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে মোমবাতি মার্কার গণসংযোগ

দেশে জঙ্গি হামলার বিষয়ে কোনো তথ্য নেই: র‌্যাব মহাপরিচালক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩২:৫৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্সঃ

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সন্ত্রাস জঙ্গিবাদ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান র‌্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ। তিনি বলেন, মাদক অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০১৬ সালে জঙ্গিরা যে হলি আর্টিজানে হামলা করেছিল, তারপর থেকে গোয়েন্দা সংস্থা ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে র‌্যাব জঙ্গি দমনে সফল অপারেশন পরিচালনা করে জঙ্গিদের কঠোর হস্তে দমন করেছে।

সোমবার (৮ জুলাই) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার অক্ষয়নগর গ্রামের চলতি নদীর তীরে বানভাসিদের মধ্যে ত্রাণ বিতরণের পর তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন দেশে সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্প উন্নত দেশ থেকে একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দক্ষযোগ্য নির্দেশনায় র‌্যাব কাজ করে যাচ্ছে।  র‌্যাব অপরাধ দমনের পাশাপাশি মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে। করোনা মহামারির সময় র‌্যাব মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ‘র‌্যাব দুর্যোগের সময় মানুষকে নানা রকম সাহায্য সহযোগিতা করেছে। দেশের যেকোনো সংকট পরিস্থিতিতে র‌্যাব দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করেছে। র‌্যাব সিলেটে বানভাসিদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে। বানভাসিদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিয়েছে। র‌্যাবের মোবাইল মেডিকেল টিম বন্যা দুর্গতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ার পর মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হন। র‌্যাব তাদেরকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ওষুধ দিয়ে যাচ্ছে। ’

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের ক্রান্তি লগ্নে দুযোগে মানুষের সেবা করেছেন। র‌্যাবও বানভাসি মানুষের পাশে থেকে সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। জঙ্গিদের বিরুদ্ধে র‌্যাব সার্বক্ষণিক গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশে জঙ্গি হামলার বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য নেই। ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি তৎপরতার কোনো সুষ্পষ্ট তথ্য নেই। ’

এসময় র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এহসান শাহ উপস্থিত ছিলেন। র‌্যাব সুরমা ইউনিয়নের বানভাসিদের মধ্যে শুকনো খাবার চাল ডাল তেল আলু চিনিসহ বিভিন্ন ত্রাণ সামগ্রি তুলে দেয়। এসময় র‌্যাবের একটি মেডিকেল টিম বানভাসিদের প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

“সাংবাদিক মিলনমেলায় তারকাদের ছোঁয়া: গাজীপুরে আসছেন চিত্রনায়ক তায়েব-ও-ববি”

দেশে জঙ্গি হামলার বিষয়ে কোনো তথ্য নেই: র‌্যাব মহাপরিচালক

আপডেট সময় : ০৮:৩২:৫৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

নীলকন্ঠ ডেক্সঃ

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সন্ত্রাস জঙ্গিবাদ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান র‌্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ। তিনি বলেন, মাদক অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০১৬ সালে জঙ্গিরা যে হলি আর্টিজানে হামলা করেছিল, তারপর থেকে গোয়েন্দা সংস্থা ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে র‌্যাব জঙ্গি দমনে সফল অপারেশন পরিচালনা করে জঙ্গিদের কঠোর হস্তে দমন করেছে।

সোমবার (৮ জুলাই) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার অক্ষয়নগর গ্রামের চলতি নদীর তীরে বানভাসিদের মধ্যে ত্রাণ বিতরণের পর তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন দেশে সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্প উন্নত দেশ থেকে একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দক্ষযোগ্য নির্দেশনায় র‌্যাব কাজ করে যাচ্ছে।  র‌্যাব অপরাধ দমনের পাশাপাশি মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে। করোনা মহামারির সময় র‌্যাব মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ‘র‌্যাব দুর্যোগের সময় মানুষকে নানা রকম সাহায্য সহযোগিতা করেছে। দেশের যেকোনো সংকট পরিস্থিতিতে র‌্যাব দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করেছে। র‌্যাব সিলেটে বানভাসিদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে। বানভাসিদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিয়েছে। র‌্যাবের মোবাইল মেডিকেল টিম বন্যা দুর্গতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ার পর মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হন। র‌্যাব তাদেরকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ওষুধ দিয়ে যাচ্ছে। ’

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের ক্রান্তি লগ্নে দুযোগে মানুষের সেবা করেছেন। র‌্যাবও বানভাসি মানুষের পাশে থেকে সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। জঙ্গিদের বিরুদ্ধে র‌্যাব সার্বক্ষণিক গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশে জঙ্গি হামলার বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য নেই। ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি তৎপরতার কোনো সুষ্পষ্ট তথ্য নেই। ’

এসময় র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এহসান শাহ উপস্থিত ছিলেন। র‌্যাব সুরমা ইউনিয়নের বানভাসিদের মধ্যে শুকনো খাবার চাল ডাল তেল আলু চিনিসহ বিভিন্ন ত্রাণ সামগ্রি তুলে দেয়। এসময় র‌্যাবের একটি মেডিকেল টিম বানভাসিদের প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেয়।