বুধবার | ২১ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়, খালেদা জিয়ার জন্য দোয়া হ্যাঁ ভোটের পক্ষে থাকার আহ্বান Logo প্রতীক বরাদ্দের পর নেতা-কর্মীদের উচ্ছ্বাস সুফিবাদী সমাজ ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হোন — মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo সাতক্ষীরার ৪টি আসনে ২০ চূড়ান্ত প্রার্থীর প্রতীক বরাদ্দ Logo খুবিতে ফ্যাক্টচেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo প্রতীক পেলেন চাঁদপুরের পাঁচ আসনের ৩৫ প্রার্থী, জমে উঠছে নির্বাচনী মাঠ Logo সংসদ নির্বাচন: ৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী Logo নোবিপ্রবিতে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও নোকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন

বিশ্ব চলচ্চিত্রের কান উৎসবে স্বর্ণপাম জিতলেন জাস্টিন ত্রিয়েত।

  • আপডেট সময় : ১০:৫৬:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • ৮৪৮ বার পড়া হয়েছে

বিশ্ব চলচ্চিত্রের তীর্থভূমি হিসেবে পরিচিত কানে শনিবার সন্ধ্যায় পর্দা নামে এবারের উৎসবের। এবার ৭৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ স্বীকৃতি পাম ডি’অর জিতেছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা জাস্টিন ত্রিয়েত। ফরাসি থ্রিলার অ্যানাটমি অব আ ফল চলচ্চিত্রের জন্য এ পুরস্কার পান ত্রিয়েত।

এর মধ্য দিয়ে কানের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে স্বর্ণপাম পেলেন ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েত। একটি হত্যা রহস্য নিয়ে আদালত কক্ষের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি নিয়ে নির্মিত চলচ্চিত্র অ্যানাটমি অব আ ফল। এবারের আসরে ২১টি চলচ্চিত্র পরিচালকের মধ্যে ৭ জনই ছিলেন নারী।

ফরাসি চলচ্চিত্র নির্মাতা জাস্টিন ত্রিয়েত তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এই পুরস্কার পাওয়ার পর। এই পাম ডি’অর আমার জন্য অনেক কিছু। আমার এখনও বিশ্বাস হচ্ছে না। এটা আমার জন্য এবং আমার পুরো টিমের জন্য অনেক বড় পুরস্কার।

কান উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্র্যঁ প্রি জিতেছে ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক জোনাথন গ্লেজারের, দ্য জোন অব ইন্টারেস্ট। উইম ওয়েন্ডারে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন জাপানি অভিনেতা কোজি ইয়াকুশো। আর সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছেন তুর্কি তারকা মারভে দিজদার।

এছাড়া পুরস্কৃত করা হয়েছে অন্যান্য বিভাগের বিজয়ীদের। তবে এবারের কান উৎসব বাড়তি গুরুত্ব বহন করছে জার্মান অভিনেত্রী স্যান্ড্রা হুলার জন্য। উৎসবে সেরা দুই চলচ্চিত্রেই শীর্ষ চরিত্রে অভিনয় করেছেন এই তারকা।

পাম ডি’অর বিজয়ীয় নাম ঘোষণার মাধ্যমে পর্দা নামে ফ্রান্সের ফ্রেঞ্চ রিভিয়েরার কান শহরে আয়োজিত হওয়া টানা ১২ দিনের জমকালো আসরের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং

বিশ্ব চলচ্চিত্রের কান উৎসবে স্বর্ণপাম জিতলেন জাস্টিন ত্রিয়েত।

আপডেট সময় : ১০:৫৬:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

বিশ্ব চলচ্চিত্রের তীর্থভূমি হিসেবে পরিচিত কানে শনিবার সন্ধ্যায় পর্দা নামে এবারের উৎসবের। এবার ৭৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ স্বীকৃতি পাম ডি’অর জিতেছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা জাস্টিন ত্রিয়েত। ফরাসি থ্রিলার অ্যানাটমি অব আ ফল চলচ্চিত্রের জন্য এ পুরস্কার পান ত্রিয়েত।

এর মধ্য দিয়ে কানের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে স্বর্ণপাম পেলেন ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েত। একটি হত্যা রহস্য নিয়ে আদালত কক্ষের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি নিয়ে নির্মিত চলচ্চিত্র অ্যানাটমি অব আ ফল। এবারের আসরে ২১টি চলচ্চিত্র পরিচালকের মধ্যে ৭ জনই ছিলেন নারী।

ফরাসি চলচ্চিত্র নির্মাতা জাস্টিন ত্রিয়েত তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এই পুরস্কার পাওয়ার পর। এই পাম ডি’অর আমার জন্য অনেক কিছু। আমার এখনও বিশ্বাস হচ্ছে না। এটা আমার জন্য এবং আমার পুরো টিমের জন্য অনেক বড় পুরস্কার।

কান উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্র্যঁ প্রি জিতেছে ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক জোনাথন গ্লেজারের, দ্য জোন অব ইন্টারেস্ট। উইম ওয়েন্ডারে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন জাপানি অভিনেতা কোজি ইয়াকুশো। আর সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছেন তুর্কি তারকা মারভে দিজদার।

এছাড়া পুরস্কৃত করা হয়েছে অন্যান্য বিভাগের বিজয়ীদের। তবে এবারের কান উৎসব বাড়তি গুরুত্ব বহন করছে জার্মান অভিনেত্রী স্যান্ড্রা হুলার জন্য। উৎসবে সেরা দুই চলচ্চিত্রেই শীর্ষ চরিত্রে অভিনয় করেছেন এই তারকা।

পাম ডি’অর বিজয়ীয় নাম ঘোষণার মাধ্যমে পর্দা নামে ফ্রান্সের ফ্রেঞ্চ রিভিয়েরার কান শহরে আয়োজিত হওয়া টানা ১২ দিনের জমকালো আসরের।