নিউজ ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা কোরবানি পশুর বর্জ্য অপসারণ না হলে ০১৭০৯৯০০৭০৫ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন।
শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ পড়ার পর সাংবাদিকদের এ তথ্য দেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
এর আগে মেয়র তাপস জানিয়েছিলেন, ঈদের দিনে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা নগরীর বর্জ্য অপসারণ করা হবে। শনিবার দুপুর ২টা থেকে এ বিষয়ে বিশেষ কর্মসূচি নেয়া হয়েছে এবং সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা-কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে। শুক্রবার রাত ১২টার পর থেকে রাজধানীর হাটগুলোর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, করোনাকালের ঈদে এবার পশু জবাইয়ের জন্য সব মিলিয়ে ৩২৯টি স্থান নির্ধারণ করে দিয়েছে দুই সিটি কর্পোরশন। এ সংখ্যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। যদিও শনিবার সকাল থেকে সিটি কর্পোরেশন নির্ধারিত স্থান ব্যতিত রাজধানীর রাস্তা ও অলিগলিতে পশু জবাইয়ের দৃশ্য দেখা গেছে।