নিউজ ডেস্ক:
জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার তীব্র ট্রাম্প বিরোধী রাজনীতিক হিসেবেই বিশ্ববাসীর কাছে পরিচিত। আর তিনিই দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি জার্মানির সংসদ ‘রাইখস্টাগ’-এ প্রেসিডেন্ট নির্বাচনে ১,২৬০টি ভোটের মধ্যে স্টেইনমেয়ার পেয়েছেন ৯৩১টি ভোট। তাকে সমর্থন করেছেন দেশের চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের জোট। আন্তর্জাতিক মহলের ধারণা, মার্কিন প্রেসিডেন্ট বিরোধী অবস্থান নিতে আগ্রহী জার্মানি। আর সেই কারণেই ট্রাম্প বিরোধী স্টেইনমেয়ারকে সমর্থন করেছেন চ্যান্সেলর মার্কেল। তবে জার্মানির সংবিধান অনুসারে প্রেসিডেন্টের হাতে তেমন কোন রাজনৈতিক ক্ষমতা থাকে না। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।