মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৬:৫৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিধ কেটে ঘরে ঢুকে মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের সোনারপুরের লস্করপুর লেনিন নগরে। মৃতের নাম প্রীতি বসাক।

সোমবার সকালে তার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে, প্রীতির যখন দু’বছর বয়স তখন তার মা মঞ্জু বসাক মারা যান। দিদিমা পারুল সর্দারের কাছেই থাকত প্রীতি। তার বাবা শিবমবাবুর একটি মিষ্টির দোকান রয়েছে লস্করপুরে।

সম্প্রতি স্থানীয় তাপস দাস নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় প্রীতির। শিবমবাবুর দোকানের পাশেই থাকেন তাপস। পুলিশের ধারনা তাপস এই খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রীতির দিদিমা পারুলদেবী জানিয়েছেন, যে তার ঘরের পাশে একটি ঘরে প্রীতি রোজ রাতে পড়াশোনা করত। সামনেই মাধ্যমিক পরীক্ষা ছিল তার। রবিবার রাত ১২টা নাগাদ তিনি যখন উঠেছিলেন তখনও দেখেছেন নাতনি পড়াশোনা করছে। এর পরেই সকালবেলা আশপাশের লোকজন দেখেন ঘরের দেওয়ালের নিচের দিকে অনেকটা গর্ত করা রয়েছে।

ট্যাগস :

মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুন !

আপডেট সময় : ১১:৫৬:৫৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

সিধ কেটে ঘরে ঢুকে মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের সোনারপুরের লস্করপুর লেনিন নগরে। মৃতের নাম প্রীতি বসাক।

সোমবার সকালে তার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে, প্রীতির যখন দু’বছর বয়স তখন তার মা মঞ্জু বসাক মারা যান। দিদিমা পারুল সর্দারের কাছেই থাকত প্রীতি। তার বাবা শিবমবাবুর একটি মিষ্টির দোকান রয়েছে লস্করপুরে।

সম্প্রতি স্থানীয় তাপস দাস নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় প্রীতির। শিবমবাবুর দোকানের পাশেই থাকেন তাপস। পুলিশের ধারনা তাপস এই খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রীতির দিদিমা পারুলদেবী জানিয়েছেন, যে তার ঘরের পাশে একটি ঘরে প্রীতি রোজ রাতে পড়াশোনা করত। সামনেই মাধ্যমিক পরীক্ষা ছিল তার। রবিবার রাত ১২টা নাগাদ তিনি যখন উঠেছিলেন তখনও দেখেছেন নাতনি পড়াশোনা করছে। এর পরেই সকালবেলা আশপাশের লোকজন দেখেন ঘরের দেওয়ালের নিচের দিকে অনেকটা গর্ত করা রয়েছে।