উল্লাপাড়ায় অশ্লীলতার দায়ে নারীসহ ২৪জনকে কারাগারে প্রেরণ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৩২:৩৪ অপরাহ্ণ, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উধুনিয়া পিকনিক স্পটে নৌকায় পিকনিকের নামে অশ্লীলতার অভিযোগে চার নারী ও বিশ পুরুষসহ মোট ২৪ জনকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিজ্ঞ আদালতের মাধ্যমে এদেরকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে এবিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ- পরিদর্শক (এস আই) মো. আব্দুস ছালাম এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- দেওয়ানগঞ্জ থানার আখি খাতুন (২০), বাগমারা থানার পিংকি খাতুন (২৫), বাকেরগঞ্জ থানার রিনা খাতুন( ২০) ও পটুয়াখালীর অঞ্জনা (২৯) । আরো বিশজন হলো – উপজেলার সলঙ্গা ইউনিয়নের ভরমোহনী গ্রামের শাকিব হাসান (২০), সবুজ (২০), রুহুল হোসেন (২০), এমদাদুল হক সাদ্দাম (৩০), ফটিক (৪২), একরামুল হাসান (২১), মামুন (১৯), ইকবাল হোসেন (৩৫), শাহজাহান (৩৫), রাশেদ (২২), শামীম (২২), হাসান (২৮), তেলকুপি গ্রামের রুবেল (২১), চরগোজার রিয়াজউদ্দীন (২০), চর বেড়ার নাইমউদ্দীন (২৩), মানিকদিয়ারের রবিউল (২১), মাছিয়াকান্দির কোরবান (৩৮), বওলাতলার আ মজিদ (২২), দশাখালীর রাজু আহমেদ (২২), আলীগ্রামের মামুন (১৯)।

উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের ভরমোহনী গ্রামের গ্রেফতারকৃত পুরুষদের বসবাস বলে জানা গেছে।

ট্যাগস :

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার

উল্লাপাড়ায় অশ্লীলতার দায়ে নারীসহ ২৪জনকে কারাগারে প্রেরণ

আপডেট সময় : ০৯:৩২:৩৪ অপরাহ্ণ, সোমবার, ২৯ জুলাই ২০২৪

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উধুনিয়া পিকনিক স্পটে নৌকায় পিকনিকের নামে অশ্লীলতার অভিযোগে চার নারী ও বিশ পুরুষসহ মোট ২৪ জনকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিজ্ঞ আদালতের মাধ্যমে এদেরকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে এবিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ- পরিদর্শক (এস আই) মো. আব্দুস ছালাম এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- দেওয়ানগঞ্জ থানার আখি খাতুন (২০), বাগমারা থানার পিংকি খাতুন (২৫), বাকেরগঞ্জ থানার রিনা খাতুন( ২০) ও পটুয়াখালীর অঞ্জনা (২৯) । আরো বিশজন হলো – উপজেলার সলঙ্গা ইউনিয়নের ভরমোহনী গ্রামের শাকিব হাসান (২০), সবুজ (২০), রুহুল হোসেন (২০), এমদাদুল হক সাদ্দাম (৩০), ফটিক (৪২), একরামুল হাসান (২১), মামুন (১৯), ইকবাল হোসেন (৩৫), শাহজাহান (৩৫), রাশেদ (২২), শামীম (২২), হাসান (২৮), তেলকুপি গ্রামের রুবেল (২১), চরগোজার রিয়াজউদ্দীন (২০), চর বেড়ার নাইমউদ্দীন (২৩), মানিকদিয়ারের রবিউল (২১), মাছিয়াকান্দির কোরবান (৩৮), বওলাতলার আ মজিদ (২২), দশাখালীর রাজু আহমেদ (২২), আলীগ্রামের মামুন (১৯)।

উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের ভরমোহনী গ্রামের গ্রেফতারকৃত পুরুষদের বসবাস বলে জানা গেছে।