শিরোনাম :
Logo রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী Logo ইবিতে রিপোর্টার্স ইউনিটির কমিটিতে নতুন নেতৃত্ব Logo অন্যায়ের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ;বেরোবি উপাচার্য Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৫ এর কমিশন গঠন ও তফসিল ঘোষণা Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন Logo কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন—ইবি শিক্ষার্থীদের একাত্মতা Logo জাবিতে “সংগ্রামের শত রঙ” নামে জুলাই-বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী Logo শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল Logo আমরণ অনশনে বসেছেন হাবিপ্রবি শিক্ষার্থী কুয়েট ভিসির পদত্যাগের দাবি

আমিশার বিরুদ্ধে আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ

  • আপডেট সময় : ১২:৪৯:২২ অপরাহ্ণ, রবিবার, ৩১ মার্চ ২০১৯
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘কহো না প্যায়ার হ্যায়’— দিয়ে বলি ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন আমিশা পটেল। সুপারহিট হয়েছিল সে ছবি। তার পর নায়িকা সে ভাবে আর প্রথম সারিতে জায়গা করে নিতে পারেননি। তবে ফের তিনি শিরোনামে। এ বার প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

আমিশার বিরুদ্ধে প্রযোজক অজয়কুমার সিংহ আড়াই কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করেছেন। অজয়ের অভিযোগ, ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবি করবেন বলে আমিশা এবং তাঁর বিজনেস পার্টনার কুণাল গ্রুমার তাঁর থেকে আড়াই কোটি টাকা নিয়েছিলেন। কিন্তু সে ছবি হয়নি। আমিশাও ওই টাকা তাঁকে ফেরত দেননি বলে অভিযোগ। এই মর্মে রাঁচী আদালতে মামলা দায়ের করেছেন অজয়।

এই বিষয়ে অজয় সাংবাদিকদের জানিয়েছেন, গত বছর মার্চে রাঁচীর একটা অনুষ্ঠানে আমিশা এবং কুণালের সঙ্গে তাঁর দেখা হয়। সে সময় তাঁদের আড়াই কোটি টাকা দিয়েছিলেন তিনি। ‘‘ওরা আমাকে বলেছিল ২০১৮-র জুনে ছবিটি রিলিজ করবে। যেটা আমার জন্য লাভজনক হবে। কিন্তু সেটা হয়নি। ওরা কথা দিয়েছিল সুদ সমেত দু’তিন মাসের মধ্যে টাকাটা ফেরত দেবে। তিন কোটি টাকার একটা চেকও দিয়েছিল। কিন্তু সেটা বাউন্স করে। সেটা ওদের জানানোর পর আমিশার সঙ্গে বড় বড় লোকেদের ছবি দেখিয়ে আমাকে ভয় দেখায়। ওরা বলেছিল এ বছর ছবিটা রিলিজ করবে। কিন্তু তেমন কোনও খবর এখনও পর্যন্ত আমার কাছে নেই।’
এ বিষয় নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি আমিশা। তাঁর ঘনিষ্ঠদের দাবি, আইনি পথেই এ বার গোটা ঘটনাটির মোকাবিলা করবেন নায়িকা।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী

আমিশার বিরুদ্ধে আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ

আপডেট সময় : ১২:৪৯:২২ অপরাহ্ণ, রবিবার, ৩১ মার্চ ২০১৯

নিউজ ডেস্ক:

‘কহো না প্যায়ার হ্যায়’— দিয়ে বলি ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন আমিশা পটেল। সুপারহিট হয়েছিল সে ছবি। তার পর নায়িকা সে ভাবে আর প্রথম সারিতে জায়গা করে নিতে পারেননি। তবে ফের তিনি শিরোনামে। এ বার প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

আমিশার বিরুদ্ধে প্রযোজক অজয়কুমার সিংহ আড়াই কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করেছেন। অজয়ের অভিযোগ, ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবি করবেন বলে আমিশা এবং তাঁর বিজনেস পার্টনার কুণাল গ্রুমার তাঁর থেকে আড়াই কোটি টাকা নিয়েছিলেন। কিন্তু সে ছবি হয়নি। আমিশাও ওই টাকা তাঁকে ফেরত দেননি বলে অভিযোগ। এই মর্মে রাঁচী আদালতে মামলা দায়ের করেছেন অজয়।

এই বিষয়ে অজয় সাংবাদিকদের জানিয়েছেন, গত বছর মার্চে রাঁচীর একটা অনুষ্ঠানে আমিশা এবং কুণালের সঙ্গে তাঁর দেখা হয়। সে সময় তাঁদের আড়াই কোটি টাকা দিয়েছিলেন তিনি। ‘‘ওরা আমাকে বলেছিল ২০১৮-র জুনে ছবিটি রিলিজ করবে। যেটা আমার জন্য লাভজনক হবে। কিন্তু সেটা হয়নি। ওরা কথা দিয়েছিল সুদ সমেত দু’তিন মাসের মধ্যে টাকাটা ফেরত দেবে। তিন কোটি টাকার একটা চেকও দিয়েছিল। কিন্তু সেটা বাউন্স করে। সেটা ওদের জানানোর পর আমিশার সঙ্গে বড় বড় লোকেদের ছবি দেখিয়ে আমাকে ভয় দেখায়। ওরা বলেছিল এ বছর ছবিটা রিলিজ করবে। কিন্তু তেমন কোনও খবর এখনও পর্যন্ত আমার কাছে নেই।’
এ বিষয় নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি আমিশা। তাঁর ঘনিষ্ঠদের দাবি, আইনি পথেই এ বার গোটা ঘটনাটির মোকাবিলা করবেন নায়িকা।