আমি এখনও সফল নই, বলছেন রাধিকা !

  • আপডেট সময় : ১২:০৯:১০ অপরাহ্ণ, সোমবার, ১৮ মার্চ ২০১৯
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নামটার সঙ্গেই যেন জড়িয়ে রয়েছে সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার মিশেল। একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ‘বদলাপুর’, ‘পার্চড’, ‘ফোবিয়া’, ‘প্যাডম্যান’, ‘অন্ধাধুন’— তালিকা দীর্ঘ। কিন্তু এখনও পর্যন্ত কেরিয়ার নিয়ে সন্তুষ্ট নন তিনি। নিজেকে সফলও মনে করেন না রাধিকা।

সম্প্রতি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে রাধিকা বলেন, ‘‘আমি প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করতে চাই। আমার কাছে সাফল্যের সংজ্ঞা আলাদা। ফলে আমি নিজেকে এখনও সফল মনে করি না। কারণ আমি যা অর্জন করতে চেয়েছিলাম, তা এখনও পেয়েছি বলে মনে হয় না।’’

কিছুদিন আগেই রাধিকা অভিনীত ব্রিটিশ-আমেরিকান ছবি ‘দ্য ওয়েডিং গেস্ট’ মুক্তি পেয়েছে মার্কিন মুলুকে। আপাতত নতুন চিত্রনাট্য পড়ছেন অভিনেত্রী। নওয়াজউদ্দিনির সিদ্দিকির সঙ্গে ‘রাত আকেলি হ্যায়’-এ ছবিতে স্ক্রিন শেয়ার করবেন। ‘‘নওয়াজের সঙ্গে কাজ সব সময় উপভোগ করি। অসাধারণ অভিনেতা। ফলে কিছু ভাল সিন করতে পারব বলে মনে হচ্ছে’’ শেয়ার করেছেন রাধিকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আমি এখনও সফল নই, বলছেন রাধিকা !

আপডেট সময় : ১২:০৯:১০ অপরাহ্ণ, সোমবার, ১৮ মার্চ ২০১৯

নিউজ ডেস্ক:

নামটার সঙ্গেই যেন জড়িয়ে রয়েছে সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার মিশেল। একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ‘বদলাপুর’, ‘পার্চড’, ‘ফোবিয়া’, ‘প্যাডম্যান’, ‘অন্ধাধুন’— তালিকা দীর্ঘ। কিন্তু এখনও পর্যন্ত কেরিয়ার নিয়ে সন্তুষ্ট নন তিনি। নিজেকে সফলও মনে করেন না রাধিকা।

সম্প্রতি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে রাধিকা বলেন, ‘‘আমি প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করতে চাই। আমার কাছে সাফল্যের সংজ্ঞা আলাদা। ফলে আমি নিজেকে এখনও সফল মনে করি না। কারণ আমি যা অর্জন করতে চেয়েছিলাম, তা এখনও পেয়েছি বলে মনে হয় না।’’

কিছুদিন আগেই রাধিকা অভিনীত ব্রিটিশ-আমেরিকান ছবি ‘দ্য ওয়েডিং গেস্ট’ মুক্তি পেয়েছে মার্কিন মুলুকে। আপাতত নতুন চিত্রনাট্য পড়ছেন অভিনেত্রী। নওয়াজউদ্দিনির সিদ্দিকির সঙ্গে ‘রাত আকেলি হ্যায়’-এ ছবিতে স্ক্রিন শেয়ার করবেন। ‘‘নওয়াজের সঙ্গে কাজ সব সময় উপভোগ করি। অসাধারণ অভিনেতা। ফলে কিছু ভাল সিন করতে পারব বলে মনে হচ্ছে’’ শেয়ার করেছেন রাধিকা।