নিউজ ডেস্ক:গাংনীর সাহেবনগরে অপহরণের চারমাস পর এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে তার নিজ বাড়ির পায়খানার ট্যাঙ্কি থেকে গলিত লাশ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, চারমাস আগে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের আব্দুল লফিতের স্ত্রী নারগিছ খাতুন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। পরে গতকাল গোপন সংবাদে পুলিশ বাড়ির ট্যাঙ্কি খুলে তার গলিত লাশ উদ্ধার করে। রাতে ময়নাতদন্তের জন্য পুলিশ লাশটি থানায় নিয়ে আসে। ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয় নার্গিস খাতুনের লাশ। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাজেদুল ইসলাম জানান, চারমাস আগে অপহরনের একটি অভিযোগ উঠেছিল। পরে পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে আটক করেছে। শুক্রবার গোপন সংবাদে আমরা লাশটি উদ্ধার করি। ময়নাতদন্তের রির্পোট হাত পেলে আমরা মৃত্যুর আসল কারণ জানতে পারবো।
শনিবার
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ