নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন চারআনীপাড়া গ্রামে নান্দাইল পল্লী বিদ্যুত সমিতির দশ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ বুধবার (৫ই ডিসেম্বর) শুরু হয়েছে। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো. মনির উদ্দিন মজুমদার, নির্বাহী প্রকৌশলী অসিত কুমার, ডিজিএম মো. মোখলেছুর রহমান সরকার, সাবেক পরিচালক মো. টিপু সুলতান ও বর্তমান পরিচালক মলয় কুমার বিশ্বাস এর উপস্থিতিতে নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়েছে। পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম জানান, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিনের প্রচেষ্ঠায় এডিপি’র অর্থায়নে এই ভবন নির্মিত হচ্ছে। ভবনে প্রশাসনিক বিল্ডিং, আবাসিক ভবন, আনসার সেট, স্টোর রুম সহ সকল সুযোগ-সুবিধা থাকবে বলে জানান। উল্লেখ্য চারআনীপাড়া গ্রামে সাবেক বিদ্যুত বিভাগের জায়গায় এই ভবন নির্মিত হচ্ছে।
বৃহস্পতিবার
২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ