সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে” — অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন Logo খুলনায় এনসিপি নেতাকে গুলি: সাতক্ষীরা সীমান্ত সিল, বিজিবির ৫৭ চেকপোস্ট ও ৮৭টি অতিরিক্ত টহল Logo কুয়াশার চাদরে মোড়া ডিসেম্বরের ক্যাম্পাস Logo যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জেলেনস্কির Logo নির্বাচনে আস্থার পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথবাহিনী: ইসি সানাউল্লাহ Logo রজব মাসের চাঁদ দেখা গেছে Logo কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন Logo মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাঁদপুর-৩ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo আগামী ২৭ ডিসেম্বর শনিবার চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা Logo তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল

মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে” — অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন

চাঁদপুরে মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। 

“খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ ও মাদকমুক্ত প্রজন্ম গঠনের প্রত্যয়ে চাঁদপুরে অনুষ্ঠিত মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের যৌথ আয়োজনে রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

““মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, একটি পরিবার, একটি সমাজ ও একটি প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে আজ অনেক মেধাবী তরুণ পথভ্রষ্ট হচ্ছে, যার প্রভাব পড়ছে সমাজ ও রাষ্ট্রের উপর।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু প্রশাসনের পক্ষে এই সমস্যা সমাধান সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

তিনি বলেন “খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ করে, মানসিক শক্তি বাড়ায় এবং মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। যারা নিয়মিত খেলাধুলায় যুক্ত থাকে, তারা কখনোই মাদকের পথে যায় না। তাই ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় করতে হবে।”

তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,
“চাঁদপুরে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” এই মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, এটি একটি বার্তা—আমরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এই বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

ক্রীড়া সংগঠক  ফয়সাল গাজী বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আনিসুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুস শাহাদাত ফাহিম, চাঁদপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহ সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক আলমগীর কবির বাহার, ক্রীড়া সংগঠক মঞ্জুর কাদের সোহেল, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠন হাসান আল জাহেদ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠক, প্রশাসনের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাহা–মাসুম জুটি। অপরদিকে, দুর্দান্ত লড়াই শেষে নাজমুল–নিলয় জুটি রানার্সআপ হিসেবে প্রতিযোগিতা শেষ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে” — অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন

মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে” — অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন

আপডেট সময় : ০৯:৪৮:৫৫ অপরাহ্ণ, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

“খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ ও মাদকমুক্ত প্রজন্ম গঠনের প্রত্যয়ে চাঁদপুরে অনুষ্ঠিত মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের যৌথ আয়োজনে রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

““মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, একটি পরিবার, একটি সমাজ ও একটি প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে আজ অনেক মেধাবী তরুণ পথভ্রষ্ট হচ্ছে, যার প্রভাব পড়ছে সমাজ ও রাষ্ট্রের উপর।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু প্রশাসনের পক্ষে এই সমস্যা সমাধান সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

তিনি বলেন “খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ করে, মানসিক শক্তি বাড়ায় এবং মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। যারা নিয়মিত খেলাধুলায় যুক্ত থাকে, তারা কখনোই মাদকের পথে যায় না। তাই ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় করতে হবে।”

তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,
“চাঁদপুরে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” এই মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, এটি একটি বার্তা—আমরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এই বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

ক্রীড়া সংগঠক  ফয়সাল গাজী বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আনিসুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুস শাহাদাত ফাহিম, চাঁদপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহ সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক আলমগীর কবির বাহার, ক্রীড়া সংগঠক মঞ্জুর কাদের সোহেল, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠন হাসান আল জাহেদ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠক, প্রশাসনের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাহা–মাসুম জুটি। অপরদিকে, দুর্দান্ত লড়াই শেষে নাজমুল–নিলয় জুটি রানার্সআপ হিসেবে প্রতিযোগিতা শেষ করে।