গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ২৩ ডিসেম্বর বিকেলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে আনন্দ মিছিল পলাশবাড়ী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চারমাথা মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ।
বক্তারা বলেন, তারেক রহমানের জন্য পুরো দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে সরকার গঠন করবে ইনশাল্লাহ। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশের মতো পলাশবাড়ী উপজেলার সর্বস্তরের দলীয় নেতা-কর্মী রাজধানীতে





















































