সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে” — অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন Logo খুলনায় এনসিপি নেতাকে গুলি: সাতক্ষীরা সীমান্ত সিল, বিজিবির ৫৭ চেকপোস্ট ও ৮৭টি অতিরিক্ত টহল Logo কুয়াশার চাদরে মোড়া ডিসেম্বরের ক্যাম্পাস Logo যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জেলেনস্কির Logo নির্বাচনে আস্থার পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথবাহিনী: ইসি সানাউল্লাহ Logo রজব মাসের চাঁদ দেখা গেছে Logo কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন Logo মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাঁদপুর-৩ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo আগামী ২৭ ডিসেম্বর শনিবার চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা Logo তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল

খুলনায় এনসিপি নেতাকে গুলি: সাতক্ষীরা সীমান্ত সিল, বিজিবির ৫৭ চেকপোস্ট ও ৮৭টি অতিরিক্ত টহল

খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার আহত হওয়ার ঘটনার পর সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সিল করার পাশাপাশি ব্যাপক চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫)  পৌনে ১২ টার দিকে খুলনা মহানগরীর সোনাডাংগা থানাধীন সোনাডাংগা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং খুলনার বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব সিকদার (৪২) দুর্বৃত্তদের গুলিতে আহত হন। আহত মোতালেব সিকদার সোনাডাংগা থানার শেখ পাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত আটক ও সীমান্ত অতিক্রম রোধের লক্ষ্যে যশোর রিজিয়নের আওতাধীন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)সহ সংশ্লিষ্ট ইউনিটগুলো সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সাতক্ষীরা, যশোর, চুয়াডাংগা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, যশোর রিজিয়নের অধীন সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মোট ৫৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের সঙ্গে অতিরিক্ত ৮৭টি টহল দল মোতায়েন করে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিশেষ প্রচার-প্রচারণা চালিয়ে জনসচেতনতা বৃদ্ধি ও বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, অপরাধীদের আটক ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে” — অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন

খুলনায় এনসিপি নেতাকে গুলি: সাতক্ষীরা সীমান্ত সিল, বিজিবির ৫৭ চেকপোস্ট ও ৮৭টি অতিরিক্ত টহল

আপডেট সময় : ০৮:৫৯:৩১ অপরাহ্ণ, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার আহত হওয়ার ঘটনার পর সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সিল করার পাশাপাশি ব্যাপক চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫)  পৌনে ১২ টার দিকে খুলনা মহানগরীর সোনাডাংগা থানাধীন সোনাডাংগা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং খুলনার বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব সিকদার (৪২) দুর্বৃত্তদের গুলিতে আহত হন। আহত মোতালেব সিকদার সোনাডাংগা থানার শেখ পাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত আটক ও সীমান্ত অতিক্রম রোধের লক্ষ্যে যশোর রিজিয়নের আওতাধীন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)সহ সংশ্লিষ্ট ইউনিটগুলো সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সাতক্ষীরা, যশোর, চুয়াডাংগা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, যশোর রিজিয়নের অধীন সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মোট ৫৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের সঙ্গে অতিরিক্ত ৮৭টি টহল দল মোতায়েন করে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিশেষ প্রচার-প্রচারণা চালিয়ে জনসচেতনতা বৃদ্ধি ও বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, অপরাধীদের আটক ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।