খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার আহত হওয়ার ঘটনার পর সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সিল করার পাশাপাশি ব্যাপক চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) পৌনে ১২ টার দিকে খুলনা মহানগরীর সোনাডাংগা থানাধীন সোনাডাংগা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং খুলনার বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব সিকদার (৪২) দুর্বৃত্তদের গুলিতে আহত হন। আহত মোতালেব সিকদার সোনাডাংগা থানার শেখ পাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত আটক ও সীমান্ত অতিক্রম রোধের লক্ষ্যে যশোর রিজিয়নের আওতাধীন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)সহ সংশ্লিষ্ট ইউনিটগুলো সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সাতক্ষীরা, যশোর, চুয়াডাংগা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, যশোর রিজিয়নের অধীন সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মোট ৫৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের সঙ্গে অতিরিক্ত ৮৭টি টহল দল মোতায়েন করে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিশেষ প্রচার-প্রচারণা চালিয়ে জনসচেতনতা বৃদ্ধি ও বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, অপরাধীদের আটক ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।




















































