স্টাফ রিপোর্টার:
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। গতকাল বুধবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধি দল পত্রিকাটির চলমান কার্যক্রম, সামাজিক ও উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জেলা পুলিশ সুপারকে অবহিত করেন। এ সময় স্থানীয় উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক এবং ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল। আরও উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আবু নাসের লিমন, স্টাফ রিপোর্টার অনিক শেখ, জুয়েল শেখসহ অন্যান্য প্রতিনিধিরা।
সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলা পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জেলা পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারে এবং অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করে।
এরপর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবির ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন এর সাথে মুন্সিগঞ্জের বার্তার মতবিনিময় হয়।






















































