খুলনার কয়রায় সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের লক্ষ্যে সুন্দরবনের স্থিতিস্থাপকতা: বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও জীবিকা পুনরুজ্জীবন” শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় কয়রা উপজেলা পরিষদের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ ইশতিয়াক আহমেদ, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কয়রা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাত আলী, প্রত্যাশী সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহেল হোসেন, প্রজেক্ট অফিসার কল্যাণ বসাক, সিএনআরএস-এর ম্যানেজার মোস্তাক মাহমুদ, ফ্রেন্ডশিপ-এর ম্যানেজার আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা।
সভায় বক্তারা সুন্দরবনসংলগ্ন এলাকার জলবায়ু ঝুঁকি মোকাবিলা, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং স্থানীয় মানুষের বিকল্প ও টেকসই জীবিকা সৃষ্টিতে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।























































