চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত পাঠক প্রিয় দৈনিক চাঁদপুর খবর পত্রিকা সফলতার ১৯বছর পেরিয়ে ২০বছরে পদাপর্ণ উপলক্ষে চাঁদপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলণায়তনে প্রতিনিধি সম্মেলন, শুভেচ্ছা বিনিময়, পত্রিকার সকল পর্যায়ের সাংবাদিকদের সংর্বধনা ক্রেস্ট (ছবিযুক্ত ফটোকার্ড) ও নবায়নকৃত আইডি কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশা।
তিনি বলেন, সাংবাদিকগণ সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিষয় নিয়ে সোস্যাল মিডিয়ায় বিভিন্ন অপ-প্রচার হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। মানুষের ভরসার জায়গা গণ-মাধ্যম। আমাদের বুঝতে হবে নিউজের কোন বিকল্প নাই। ছাপা পত্রিকার প্রতি আমাদের গুরুত্ব বাড়াতে হবে। কারন এখানো মানুষ ছাপা পত্রিকার সংবাদের উপর নির্ভরশীল। আমাদেরকে অনুসন্ধানী নিউজের প্রতি মনোযোগ বাড়াতে হবে। যদিও বর্তমানে অনেক সাংবাদিক প্রোগ্রাম নিউজের উপর নির্ভরশীল এ জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যে কোন সংবাদের বিষয়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। নিউজের মাধ্যমে আমাদের অবস্থান তৈরি করতে হবে। কোন সাংবাদিক সঠিক রির্পোট করতে গিয়ে কোন ঝামেলার সম্মুখীন হলে, চাঁদপুর প্রেস ক্লাব ও সিনিয়র সাংবাদিকগণ তার পাশে থাকবে।
পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্যাহ’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি বলেন, আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ মো: ওসমান হাদীর সহ জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে যারা আহত হয়েছে, তাদের সুস্থ্যতা কামনা করছি। আজ পত্রিকাটি সফলতার ১৯বছর পেরিয়ে ২০বছরে পদাপর্ণ করছে। আমি সংশ্লিষ্ট সবাইকে আজকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। পত্রিকা নিয়মিত প্রকাশনা খুবই চ্যালেঞ্জিং। পাঠকদের সমর্থনের কারণে পত্রিকাটি এগিয়ে যাচ্ছে। পাঠকগণ পত্রিকাটি সাদরে গ্রহণ করেছে। আমি বা আমরা পত্রিকা প্রকাশনায় যতটুকু সফলতা পেয়েছি, তা পাঠকদের জন্যই। আপনারা পত্রিকা প্রকাশনার কারিগর এবং আমার সহযোদ্ধা, পত্রিকার দীর্ঘদিনের পথচলা। যখন যে পরিস্থিতি থাকবে তখন তা নিয়ে কাজ করতে হবে। আজকের দিনে সবার প্রতি কৃতজ্ঞ। সাংবাদিকতা পেশা খুবই ঝুঁকিপূর্ণ পেশা। আপনারা সাংবাদিকরা নিউজ পাঠালে এর সঠিকতা যাচাই করে পাঠাবেন। নিউজে যেন বস্তুনিষ্ঠতা ও ঘটনার সত্যতা থাকে, তা যাচাই করবেন। আমরা দৈনিক চাঁদপুর খবর একটি পরিবার। আপনারা নিউজ পাঠানোর ক্ষেত্রে গুরুত্ব দিবেন।
এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন,
টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক আমাদের সময় পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক
এম এ লতিফ, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার উপদেষ্টা, চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ও ড্যাবের নেতা ডা: সৈয়দ আহমেদ কাজল, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট চৌধুরী ইয়াছিন ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক তালহা জোবায়ের, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার উপদেষ্টা ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর রেইনবো হাসপাতালের পরিচালক মো: মহসিন হোসেন।
পত্রিকার সাংবাদিকগণের মধ্য থেকে বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, যুগ্ম সম্পাদক মো: রানা সরকার, সিনিয়র সহকরী সম্পাদক মো: শওকত করিম, সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম সারওয়ার সেলিম, চীপ রির্পোটার সাইদ হোসেন অপু চৌধুরী, বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহীম খান, সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো: ইমাম হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার মো. মাসুদ হোসেন, সহ: সম্পাদক এম আই দিদার, সিনিয়র স্টাফ রির্পোটার মো: মহসিন হোসাইন, সিনিয়র স্টাফ রিপোর্টার (ফরিদগঞ্জ) এস এম ইকবাল, উপজেলা প্রতিনিধি মো: হাবিবুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি সমীর ভট্টাচার্য্য, মতলব উত্তর প্রতিনিধি শামীম আহমেদ জয়, ফরিদগঞ্জ অফিস প্রধান মামুন হোসাইন, পত্রিকার অফিস সহকারি মো: হযরত আলী, ম্যানেজার মানিক চন্দ্র রায় প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্য চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ দৈনিক চাঁদপুর খবর পত্রিকার শুভাকাঙ্খীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা শহীদ শরীফ মো: ওসমান হাদী’র স্মরণে শোকপ্রস্তাব গ্রহন করা হয় ও দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।



















































