নিউজ ডেস্ক: দামুড়হুদায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী যুবক দামুড়হুদা উপজেলায় রুদ্রনগর গ্রামের পশ্চিমপাড়ার মো. রইচউদ্দীনের ছেলে শিপন (২৫)। গতকাল দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তে জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। জানা যায়, গতকাল ভোরে শিপনের নানী শিপনের নিজ ঘরে শিপনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় পরিবারের অন্যান্য সদস্যরা শিপনের লাশকে নিচে নামায়। পরে দামুড়হুদা মডেল থানা পুলিশ অপমৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতেল লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। এদিকে শিপনের আত্মহত্যার ব্যাপারে লাশের সাথে হাসপাতালে আসা প্রতিবেশিদের থেকে শোনা যায়, তিন দিন আগে শিপনের স্ত্রী চাচাত ভাশুর প্রতিবেশি আবু বক্করের ছেলে আব্বাসের (৩০) সাথে পরকিয়ার সময় প্রতিবেশিরা দেখে ফেলে। এ ঘটনায় লজ্জিত হয়ে গত মঙ্গলবার দিবাগতরাতে শিপন নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
সোমবার
২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ