আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে আহসান উল্লাহর পক্ষে তাঁর প্রতিনিধিরা নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলেন।
ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক এএইচএম আহসান উল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা খাজা জোবায়ের, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুর রউফ খান, সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর সদর উপজেলার সভাপতি কাজী মানিক ও সাধারণ সম্পাদক নূরুল আলম মামুন।
উল্লেখ্য, প্রার্থী আহসান উল্লাহ সংগঠনের কেন্দ্রীয় পরিষদের জরুরি মিটিংয়ে ঢাকা অবস্থান করায় তাঁর পক্ষ থেকে প্রতিনিধিরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


















































