শনিবার | ২০ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo ইবিতে শহীদ ওসমান হাদি ও দীপু দাশ স্মরণে শান্তি প্রার্থনা Logo ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই মেধাবৃত্তিতে অংশ নিল ২২৫ শিক্ষার্থী Logo ভারতীয় নাগরিকের গুলিবর্ষণে সিলেট সীমান্তে ২ বাংলাদেশি নিহত Logo সাতক্ষীরায় জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল Logo সাংবাদিকদের পাশে থাকবে সরকার: ন্যায়বিচারের আশ্বাস Logo প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিত: জাবিসাস Logo হাদি হত্যা ও হামলা-ভাঙচুর; জাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি Logo চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের যৌথ আয়োজনে চাঁদপুরে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন Logo চাঁদপুরে সর্বোচ্চ একক রেমিট্যান্সে শীর্ষে জনতা ব্যাংক পিএলসি নতুন বাজার কর্পোরেট শাখা Logo বিজয় দিবসে প্যাপিরাস পাঠাগারের আলোচনা সভা ও কবিতাপাঠ

ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই মেধাবৃত্তিতে অংশ নিল ২২৫ শিক্ষার্থী

শিক্ষার্থীদের মেধাবিকাশ ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হলো ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই শিক্ষাবৃত্তি পরীক্ষা। প্রতিবছরের ন্যায় এ বছরও ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেধাভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২২৫ জন শিক্ষার্থী।
পরীক্ষাকে কেন্দ্র করে ডাঃ আব্দুল হাই ক্যাডেট স্কুলের প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের আগ্রহ ও প্রত্যাশা ছিল স্পষ্ট। পরীক্ষার আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি ও মেধার যথাযথ মূল্যায়ন করতেই এই শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন প্রকল্প পরিচালক আহসান উল্যাহ তালুকদার। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন মাওলানা মোঃ শাহজাহান। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মহিবুল্লাহ মানিক এবং উপ-নিয়ন্ত্রক ছিলেন হাবিবুর রহমান। এছাড়া আইসিটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শাকিল হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে ছিলেন জহিরুল ইসলাম।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ আব্দুল হাই, আস্থা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার কামরুল হাসান চৌধুরী। তারা শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং এ ধরনের শিক্ষাবৃত্তি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এই শিক্ষাবৃত্তি প্রকল্পের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে শহীদ ওসমান হাদি ও দীপু দাশ স্মরণে শান্তি প্রার্থনা

ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই মেধাবৃত্তিতে অংশ নিল ২২৫ শিক্ষার্থী

আপডেট সময় : ০৫:৫২:৩০ অপরাহ্ণ, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

শিক্ষার্থীদের মেধাবিকাশ ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হলো ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই শিক্ষাবৃত্তি পরীক্ষা। প্রতিবছরের ন্যায় এ বছরও ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেধাভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২২৫ জন শিক্ষার্থী।
পরীক্ষাকে কেন্দ্র করে ডাঃ আব্দুল হাই ক্যাডেট স্কুলের প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের আগ্রহ ও প্রত্যাশা ছিল স্পষ্ট। পরীক্ষার আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি ও মেধার যথাযথ মূল্যায়ন করতেই এই শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন প্রকল্প পরিচালক আহসান উল্যাহ তালুকদার। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন মাওলানা মোঃ শাহজাহান। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মহিবুল্লাহ মানিক এবং উপ-নিয়ন্ত্রক ছিলেন হাবিবুর রহমান। এছাড়া আইসিটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শাকিল হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে ছিলেন জহিরুল ইসলাম।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ আব্দুল হাই, আস্থা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার কামরুল হাসান চৌধুরী। তারা শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং এ ধরনের শিক্ষাবৃত্তি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এই শিক্ষাবৃত্তি প্রকল্পের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।