খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) জানুয়ারি ২০২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবেন। শক্তিশালী একাডেমিক পরিবেশ, গবেষণায় উৎকর্ষতা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার জন্য পরিচিত খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
ভর্তি সংক্রান্ত যোগ্যতা, শর্তাবলি ও আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য পাওয়া যাবে নিচের লিংকে—
মাস্টার্স প্রোগ্রামের আবেদন ফরম:
পিএইচডি প্রোগ্রামের আবেদন ফরম:
এ বিষয়ে আরও তথ্য জানতে যোগাযোগ করা যাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে (director@io.ku.ac.bd)




















































