কারিনার শার্টের দাম শুনলে আঁতকে উঠবেন!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৭:০২ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কারিনা কাপুর। তাকে সাধারণত পরিপাটি ক্যাজুয়্যাল আউটফিটেই দেখা যায়।
তবে পোশাক দেখতে যতই ক্যাজুয়াল হোক না কেন, তার দামটা কিন্তু আকাশছোঁয়া।

সম্প্রতি একটি পার্টিতে গিয়েছিলেন কারিনা কাপুর। যেখানে ইটালিয়ান ফ্যাশান ব্রান্ড গুসির একটি হলুদ রঙের প্রিন্টেড রেশম শার্ট পরতে দেখা যায় নায়িকাকে। কারিনার এই শার্টের দাম শুনলে আপনিও হয়ত আঁতকে উঠবেন। ১৪০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় এক লাখ ১৭ হাজার টাকা)।

এর আগে, একবার মুম্বাই এয়ারপোর্টে হালকা আকাশি রঙের সমুদ্র সৈকতের ছবি আঁকা একটা টি-শার্ট ও হলুদ টি-শার্ট পরতে দেখা গিয়েছিল সাইফ আলী খানের স্ত্রীকে। যে টি-শার্ট দুটির দাম যথাক্রমে ৩০ হাজার ও ৪৫ হাজার টাকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কারিনার শার্টের দাম শুনলে আঁতকে উঠবেন!

আপডেট সময় : ১১:৫৭:০২ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

কারিনা কাপুর। তাকে সাধারণত পরিপাটি ক্যাজুয়্যাল আউটফিটেই দেখা যায়।
তবে পোশাক দেখতে যতই ক্যাজুয়াল হোক না কেন, তার দামটা কিন্তু আকাশছোঁয়া।

সম্প্রতি একটি পার্টিতে গিয়েছিলেন কারিনা কাপুর। যেখানে ইটালিয়ান ফ্যাশান ব্রান্ড গুসির একটি হলুদ রঙের প্রিন্টেড রেশম শার্ট পরতে দেখা যায় নায়িকাকে। কারিনার এই শার্টের দাম শুনলে আপনিও হয়ত আঁতকে উঠবেন। ১৪০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় এক লাখ ১৭ হাজার টাকা)।

এর আগে, একবার মুম্বাই এয়ারপোর্টে হালকা আকাশি রঙের সমুদ্র সৈকতের ছবি আঁকা একটা টি-শার্ট ও হলুদ টি-শার্ট পরতে দেখা গিয়েছিল সাইফ আলী খানের স্ত্রীকে। যে টি-শার্ট দুটির দাম যথাক্রমে ৩০ হাজার ও ৪৫ হাজার টাকার।