শিরোনাম :
Logo কর্মস্থলে অনুপস্থিত কর্মচারীকে বেতনসিটে উপস্থিতি দেখিয়ে বেতন বিল তৈরির অভিযোগ যবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে Logo কেটিএমের নতুন বাইক ভারতের বাজারে আসবে কাল! Logo আপনারেই কিন্তু রিপেয়ার করে দিব, নির্বাহী প্রকৌশলীকে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ Logo জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস Logo মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত Logo ছিনতাইকারীর কবলে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী Logo চট্টগ্রাম বোর্ডে এসএসসির বাংলা পরীক্ষায় অনুপস্থিত ১১৭৩ জন Logo যথাসময়ে নামাজ পড়ার পুরস্কার Logo ইসলামের দৃষ্টিতে চুপ থাকা

দাম্পত্যে ঝগড়া মেটাতে নারী-পুরুষের পৃথক ইচ্ছা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩১:০৯ অপরাহ্ণ, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঝগড়া-ঝাটি যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই বেশ ঝামেলার। কখনও তা এমনিই মিটে যায়।
কখনও আবার গড়ায় বিচ্ছেদে। তিক্ততা গাঢ় হলে কোনও সম্পর্কই টেকে না, সে দাম্পত্য হোক কিংবা প্রেম। কিন্তু ঝামেলার একটু পরেই নিজেদের ভুল বুঝতে পারেন সঙ্গীরা। তখন আবার মিটিয়ে নেওয়ার চেষ্টা চলে। কিন্তু তার পদ্ধতিটি কী? অবশ্যই বিভিন্ন মানুষের পছন্দ আলাদা রকমের। তবে সাধারণ প্রবণতার সমীক্ষা জানাচ্ছে এক্ষেত্রে পুরুষ ও মহিলাদের পছন্দ বেশ আলাদা।

আমেরিকার বাকনেল বিশ্ববিদ্যালয়ের টি জোয়েল ওয়েডের নেতৃত্বে একটি সমীক্ষা চালানো হয়। ধাপে ধাপে বহু মানুষের মতামত জানতে চাওয়া হয়। প্রথমে কে কী পছন্দ করেন, এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয় অনলাইনে।
সারা পৃথিবী থেকে বহু মানুষ সে প্রশ্নের জবাব দেন। তার ভিত্তিতে ২১টি ক্যাটেগরি তৈরি করা হয়। এবার এই অপশনগুলি দেওয়া হয় পুরুষ ও মহিলাদের মধ্যে। তাঁরা নিজেদের পছন্দমতো অপশন বেছে নেন। তা মিলিয়েই একটি সাধারণ নকশা ফুটে ওঠে। পুরুষ ও নারীর পৃথক পছন্দের বিষটিও পরিষ্কার হয়।

তা কী চান পুরুষরা? সঙ্গীর সঙ্গে ঝামেলার পর পুরুষরা মিটমাটের ক্ষেত্রে যৌনতাতেই মনযোগী। বেশিরভাগ পুরুষ বিশ্বাস করেন, সঙ্গীকে যৌনতায় পাওয়ার অর্থ সম্পর্কের উষ্ণতা একইরকম আছে। অন্যদিকে মহিলাদের পছন্দ একেবারে অন্য রকমের। তাঁরা চান কান্নাকাটি করে মনের ভার লাঘব করতে। কিংবা ক্ষমা চেয়ে ঝামেলা থেকে মুক্ত হতে। চোখের জল নেহাতই কাঁদাকাটা নয়, বরং বিগড়ে যাওয়া কোনও সম্পর্কে সততার ইঙ্গিত হিসেবেই দেখেন অধিকাংশ মহিলারা। তাঁরা চান, পুরুষসঙ্গীর সঙ্গে বেশ খানিকটা ভাল সময় কাটাতে। তাতেই মনের ময়লা সাফ হোক, এমনটাই পছন্দ মহিলাদের।

কিন্তু পুরুষসঙ্গীর প্রার্থিত যৌনতার পথে কি তাঁরা হাটতে রাজি হন? সমীক্ষা জানাচ্ছে, মহিলাদের চাওয়া আলাদা হলেও পুরুষ সঙ্গীর চাওয়াকে হেলাফেলা করেন না তাঁরা। যৌনতায় রাজি হন তাঁরা। পুরুষ সঙ্গীকে বুঝিয়ে দেন, যৌন সক্রিয়তায় তাঁরাও কিছু কম যান না। সুতরাং ঝামেলার পর খানিকটা ভাল সময় কাটানোর জন্য যৌনতাই যে উপযুক্ত এমনটাই ইঙ্গিত মিলল এ সমীক্ষায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিত কর্মচারীকে বেতনসিটে উপস্থিতি দেখিয়ে বেতন বিল তৈরির অভিযোগ যবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে

দাম্পত্যে ঝগড়া মেটাতে নারী-পুরুষের পৃথক ইচ্ছা !

আপডেট সময় : ১২:৩১:০৯ অপরাহ্ণ, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

ঝগড়া-ঝাটি যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই বেশ ঝামেলার। কখনও তা এমনিই মিটে যায়।
কখনও আবার গড়ায় বিচ্ছেদে। তিক্ততা গাঢ় হলে কোনও সম্পর্কই টেকে না, সে দাম্পত্য হোক কিংবা প্রেম। কিন্তু ঝামেলার একটু পরেই নিজেদের ভুল বুঝতে পারেন সঙ্গীরা। তখন আবার মিটিয়ে নেওয়ার চেষ্টা চলে। কিন্তু তার পদ্ধতিটি কী? অবশ্যই বিভিন্ন মানুষের পছন্দ আলাদা রকমের। তবে সাধারণ প্রবণতার সমীক্ষা জানাচ্ছে এক্ষেত্রে পুরুষ ও মহিলাদের পছন্দ বেশ আলাদা।

আমেরিকার বাকনেল বিশ্ববিদ্যালয়ের টি জোয়েল ওয়েডের নেতৃত্বে একটি সমীক্ষা চালানো হয়। ধাপে ধাপে বহু মানুষের মতামত জানতে চাওয়া হয়। প্রথমে কে কী পছন্দ করেন, এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয় অনলাইনে।
সারা পৃথিবী থেকে বহু মানুষ সে প্রশ্নের জবাব দেন। তার ভিত্তিতে ২১টি ক্যাটেগরি তৈরি করা হয়। এবার এই অপশনগুলি দেওয়া হয় পুরুষ ও মহিলাদের মধ্যে। তাঁরা নিজেদের পছন্দমতো অপশন বেছে নেন। তা মিলিয়েই একটি সাধারণ নকশা ফুটে ওঠে। পুরুষ ও নারীর পৃথক পছন্দের বিষটিও পরিষ্কার হয়।

তা কী চান পুরুষরা? সঙ্গীর সঙ্গে ঝামেলার পর পুরুষরা মিটমাটের ক্ষেত্রে যৌনতাতেই মনযোগী। বেশিরভাগ পুরুষ বিশ্বাস করেন, সঙ্গীকে যৌনতায় পাওয়ার অর্থ সম্পর্কের উষ্ণতা একইরকম আছে। অন্যদিকে মহিলাদের পছন্দ একেবারে অন্য রকমের। তাঁরা চান কান্নাকাটি করে মনের ভার লাঘব করতে। কিংবা ক্ষমা চেয়ে ঝামেলা থেকে মুক্ত হতে। চোখের জল নেহাতই কাঁদাকাটা নয়, বরং বিগড়ে যাওয়া কোনও সম্পর্কে সততার ইঙ্গিত হিসেবেই দেখেন অধিকাংশ মহিলারা। তাঁরা চান, পুরুষসঙ্গীর সঙ্গে বেশ খানিকটা ভাল সময় কাটাতে। তাতেই মনের ময়লা সাফ হোক, এমনটাই পছন্দ মহিলাদের।

কিন্তু পুরুষসঙ্গীর প্রার্থিত যৌনতার পথে কি তাঁরা হাটতে রাজি হন? সমীক্ষা জানাচ্ছে, মহিলাদের চাওয়া আলাদা হলেও পুরুষ সঙ্গীর চাওয়াকে হেলাফেলা করেন না তাঁরা। যৌনতায় রাজি হন তাঁরা। পুরুষ সঙ্গীকে বুঝিয়ে দেন, যৌন সক্রিয়তায় তাঁরাও কিছু কম যান না। সুতরাং ঝামেলার পর খানিকটা ভাল সময় কাটানোর জন্য যৌনতাই যে উপযুক্ত এমনটাই ইঙ্গিত মিলল এ সমীক্ষায়।