শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা Logo নারী শিক্ষার্থীদের কটুক্তির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের মানববন্ধন  Logo তারেক রহমান ও টুকুর খালাসে শিয়ালকোলে মিষ্টি বিতরণ Logo জাবির হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মানহানি, ছাত্রদলীয় প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ Logo স্বাস্থ্যসেবা বঞ্চিত কয়রার জনগণ, নিরসনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  Logo জবির দু’টি হলের কাজ আনুষ্ঠানিক ভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর Logo সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে আমাদের নিয়োগের কাজ হচ্ছে: রাবি উপাচার্য Logo পলাশবাড়ীতে ভিডব্লিউবি তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ। Logo সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদসহ গ্রেপ্তার-৩ Logo সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় কলেজ ছাত্র কারাগারে

সহজ উপায়ে সারিয়ে তুলুন পায়ের ফোস্কা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩২:২২ অপরাহ্ণ, সোমবার, ৯ অক্টোবর ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নতুন জুতা পরলে পায়ে ফোস্কা পড়ে! তাই জেনে নিন সহজ এই কয়েকটি উপায়ে কীভাবে তা সারিয়ে তুলবেন ফোস্কা।

নারকেল তেল: জুতা বা স্যান্ডেল থেকে পায়ে পরা ফোস্কা সারাতে নারকেল তেল সবথেকে ভালো উপাদান।
এটির ময়েশ্চারাইজিং উপাদান দ্রুত পায়ের ফোস্কা সারিয়ে তোলে।

যেভাবে ব্যবহার করবেন?
এক চা-চামচ কর্পূর এর সঙ্গে সামান্য নারকেল তেল মিশিয়ে আপনার পায়ের ফোস্কা পড়া জায়গাতে লাগান। দিনে দু’বার এটি লাগান দেখবেন দ্রুত ফোস্কা সারার সাথে সাথে ওই জায়গার জ্বালাও কমে যাবে। আপনি চাইলে জুতা পরার আগেও নারকেল তেল লাগিয়ে নিতে পারেন, এতে পায়ে ফোস্কা পরবে না।
মধু: পায়ের ফোস্কা সারিয়ে তুলতে আরেকটি উপকারী প্রাকৃতিক উপাদান হল মধু। আপনার পায়ের ফোস্কা পরা জায়গাটাতে দিনে তিনবার খাঁটি মধু লাগিয়ে দেখুন, দেখবেন পায়ের ফোস্কা কেমন শুকিয়ে যাচ্ছে!
চালের গুড়া: জুতা থেকে পায়ে পরা ফোস্কার দাগ তুলতে সাহায্য করে চালের গুড়া। দুই থেকে তিন টেবিল চামচ চালের গুড়ার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। এরপর ফোস্কা পরা জায়গাটায় পেস্টটি লাগিয়ে রাখুন যতক্ষণ না সেটি শুকিয়ে যায়। এরপর হালকা গরম পানি দিয়ে জায়গাটি ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুই থেকে তিন বার এই কাজটি করলেই দাগ উঠে যাবে।

অ্যালোভেরা: ফোস্কা পরার জ্বালা থেকে মুক্তি পেতে আপনি অ্যালোভেরা জেল লাগাতে পারেন। সরাসরি অ্যালোভেরা পাতা থেকে জেল নিয়ে ফোস্কায় লাগান। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে বেশ কিছুদিন ব্যবহার করলে আপনার ফোস্কা কমে যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা

সহজ উপায়ে সারিয়ে তুলুন পায়ের ফোস্কা !

আপডেট সময় : ০৫:৩২:২২ অপরাহ্ণ, সোমবার, ৯ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

নতুন জুতা পরলে পায়ে ফোস্কা পড়ে! তাই জেনে নিন সহজ এই কয়েকটি উপায়ে কীভাবে তা সারিয়ে তুলবেন ফোস্কা।

নারকেল তেল: জুতা বা স্যান্ডেল থেকে পায়ে পরা ফোস্কা সারাতে নারকেল তেল সবথেকে ভালো উপাদান।
এটির ময়েশ্চারাইজিং উপাদান দ্রুত পায়ের ফোস্কা সারিয়ে তোলে।

যেভাবে ব্যবহার করবেন?
এক চা-চামচ কর্পূর এর সঙ্গে সামান্য নারকেল তেল মিশিয়ে আপনার পায়ের ফোস্কা পড়া জায়গাতে লাগান। দিনে দু’বার এটি লাগান দেখবেন দ্রুত ফোস্কা সারার সাথে সাথে ওই জায়গার জ্বালাও কমে যাবে। আপনি চাইলে জুতা পরার আগেও নারকেল তেল লাগিয়ে নিতে পারেন, এতে পায়ে ফোস্কা পরবে না।
মধু: পায়ের ফোস্কা সারিয়ে তুলতে আরেকটি উপকারী প্রাকৃতিক উপাদান হল মধু। আপনার পায়ের ফোস্কা পরা জায়গাটাতে দিনে তিনবার খাঁটি মধু লাগিয়ে দেখুন, দেখবেন পায়ের ফোস্কা কেমন শুকিয়ে যাচ্ছে!
চালের গুড়া: জুতা থেকে পায়ে পরা ফোস্কার দাগ তুলতে সাহায্য করে চালের গুড়া। দুই থেকে তিন টেবিল চামচ চালের গুড়ার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। এরপর ফোস্কা পরা জায়গাটায় পেস্টটি লাগিয়ে রাখুন যতক্ষণ না সেটি শুকিয়ে যায়। এরপর হালকা গরম পানি দিয়ে জায়গাটি ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুই থেকে তিন বার এই কাজটি করলেই দাগ উঠে যাবে।

অ্যালোভেরা: ফোস্কা পরার জ্বালা থেকে মুক্তি পেতে আপনি অ্যালোভেরা জেল লাগাতে পারেন। সরাসরি অ্যালোভেরা পাতা থেকে জেল নিয়ে ফোস্কায় লাগান। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে বেশ কিছুদিন ব্যবহার করলে আপনার ফোস্কা কমে যাবে।