নিউজ ডেস্ক:
প্রবল উত্তেজনা কোরীয় উপদ্বীপ অঞ্চলে। দক্ষিণ কোরিয়া এবং জাপানকে যে কোনও মুহূর্তে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছে উত্তর কোরিয়া।
এমনই এক পরিস্থিতিতে ভারতের সঙ্গে যৌথ মহড়া দিয়ে নিজেদের সামরিক জোটের আকার আরও বাড়িয়ে নেওয়ার ইঙ্গিত দিল দক্ষিণ কোরিয়া। ভারত এবং দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী ভারত মহাসাগরে যৌথ মহড়া দিল।
দক্ষিণ কোরিয়ার একটি নৌবহর সম্প্রতি মুম্বাইতে এসেছিল। সেই সফরের ফাঁকেই শুক্রবার ভারত মহাসাগরে দু’দেশের নৌবাহিনী যৌথ মহড়া দিয়েছে বলে খবর পাওয়া গেছে। অনেকগুলি ডেস্ট্রয়ার এই মহড়ায় অংশ নিয়েছিল। ছিল অন্যান্য ধরনের রণতরীও। দক্ষিণ কোরীয় সংবাদ সংস্থা ইয়নহাপ এই খবর প্রকাশ করেছে।
জলদস্যু বিরোধী অভিযান, সামুদ্রিক পরিবহণ সংক্রান্ত সহযোগিতা, হেলিকপ্টার ল্যান্ডিং-সহ বিভিন্ন বিষয়ের মহড়া দিয়েছে দু’দেশের নৌবাহিনী। ভারত এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামরিক আদানপ্রদানের লক্ষ্যেই দক্ষিণ কোরীয় নৌবহর মুম্বাই সফর করেছে বলে ইয়নহাপ সূত্রে জানানো হয়েছে।
উত্তর কোরিয়া যখন প্রতিদিন পরমাণু হামলার হুমকি দিচ্ছে, সে সময়ে ভারতের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ নৌ-মহড়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এই মহড়ার মাধ্যমে পিয়ংইয়ংকেও একটা কঠোর বার্তা দিল সিউল।