শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা Logo হাদী হত্যা বিচারের দাবিতে খুবির কেমিস্ট্রি ডিসিপ্লিনের ভিন্নধর্মী প্রতিবাদ Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা

এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উ. কোরিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩৯:২২ অপরাহ্ণ, রবিবার, ৮ অক্টোবর ২০১৭
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। দেশটির বিশ্বাস এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের পশ্চিম তীরে আঘাত হানতে সক্ষম হবে।

রাজধানী পিয়ংইয়ং থেকে ফিরে শনিবার এ তথ্য জানান রাশিয়ার একজন আইনপ্রণেতা। রাশিয়ার সংসদের নিম্নকক্ষের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আন্তোন মোরোজভ এবং আরো দুজন রাশিয়ান আইনপ্রণেতা চলতি মাসের ২ থেকে ৬ তারিখ পর্যন্ত পিয়ংইয়ং সফর করেন বলে জানায় রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ।

মোরোজভের বক্তব্যকে উদ্ধৃতি দিয়ে আরআইএ জানায়, উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের নতুন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা এমনকি গাণিতিক হিসাব কষে দেখিয়েছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানতে সক্ষম।

মোরোজভ জানান, তার ধারণা কোরিয়া অদূর ভবিষ্যতে অন্তত একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে এবং তাদের মনোভাব বেশ যুদ্ধভাবাপন্ন।

পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে কর্মসূচি ঘিরে এ অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। দেশটির দাবি, সর্বশেষ পরীক্ষাটি ছিল হাইড্রোজেন বোমা বিস্ফোরণের একটি পরীক্ষা এবং তাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে, এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র উন্নয়ন, যা যুক্তরাষ্ট্রের মূল ভূমিতে আঘাত হানতে সমর্থ হবে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, ইঙ্গিত পাওয়া গেছে উত্তর কোরিয়া চলতি মাসের ১০ তারিখ অথবা এর কাছাকাছি কোনো দিন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে। উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখ হচ্ছে কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। এর আগের দিন কলম্বাস দিবস হিসেবে যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ওই কর্মকর্তা কোন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হবে, তা জানা যায়নি এবং সতর্ক করে বলেন, অতীতে পরীক্ষা করবে, এ রকম ইঙ্গিত দেয়া সত্ত্বেও উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেনি।

এদিকে সিআইএর একজন জ্যেষ্ঠ বিশ্লেষক ওয়াশিংটনে অনুষ্ঠিত এক সম্মেলনে জানান, অক্টোবরের ১০ তারিখে উত্তর কোরিয়া সরকার কোনো ধরনের উত্তেজনার সৃষ্টি করবে। তবে সেটা কী রকম হবে, এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

সিআইএর কোরিয়া মিশন সেন্টারের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইউং সুক লিও ১০ তারিখ ঘিরে সতর্কতা অবলম্বন করতে বলেছেন।

তিনি মনে করেন, কিম জং-উন যা করছেন, তার একটি পরিষ্কার উদ্দেশ্য আছে এবং তিনি থেমে নেই। নিজের কার্যালয়ের সহকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ১০ তারিখ হচ্ছে কোরিয়ান ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা দিবস। সেদিনটি কোরিয়ায় মঙ্গলবার হলেও আমেরিকায় সোমবার এবং কলম্বাস দিবসের ছুটিতে থাকবে দেশটি। তাই তিনি তাদের সব সময় যোগাযোগের মধ্যে থাকার নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উ. কোরিয়া !

আপডেট সময় : ০৫:৩৯:২২ অপরাহ্ণ, রবিবার, ৮ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। দেশটির বিশ্বাস এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের পশ্চিম তীরে আঘাত হানতে সক্ষম হবে।

রাজধানী পিয়ংইয়ং থেকে ফিরে শনিবার এ তথ্য জানান রাশিয়ার একজন আইনপ্রণেতা। রাশিয়ার সংসদের নিম্নকক্ষের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আন্তোন মোরোজভ এবং আরো দুজন রাশিয়ান আইনপ্রণেতা চলতি মাসের ২ থেকে ৬ তারিখ পর্যন্ত পিয়ংইয়ং সফর করেন বলে জানায় রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ।

মোরোজভের বক্তব্যকে উদ্ধৃতি দিয়ে আরআইএ জানায়, উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের নতুন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা এমনকি গাণিতিক হিসাব কষে দেখিয়েছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানতে সক্ষম।

মোরোজভ জানান, তার ধারণা কোরিয়া অদূর ভবিষ্যতে অন্তত একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে এবং তাদের মনোভাব বেশ যুদ্ধভাবাপন্ন।

পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে কর্মসূচি ঘিরে এ অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। দেশটির দাবি, সর্বশেষ পরীক্ষাটি ছিল হাইড্রোজেন বোমা বিস্ফোরণের একটি পরীক্ষা এবং তাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে, এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র উন্নয়ন, যা যুক্তরাষ্ট্রের মূল ভূমিতে আঘাত হানতে সমর্থ হবে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, ইঙ্গিত পাওয়া গেছে উত্তর কোরিয়া চলতি মাসের ১০ তারিখ অথবা এর কাছাকাছি কোনো দিন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে। উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখ হচ্ছে কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। এর আগের দিন কলম্বাস দিবস হিসেবে যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ওই কর্মকর্তা কোন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হবে, তা জানা যায়নি এবং সতর্ক করে বলেন, অতীতে পরীক্ষা করবে, এ রকম ইঙ্গিত দেয়া সত্ত্বেও উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেনি।

এদিকে সিআইএর একজন জ্যেষ্ঠ বিশ্লেষক ওয়াশিংটনে অনুষ্ঠিত এক সম্মেলনে জানান, অক্টোবরের ১০ তারিখে উত্তর কোরিয়া সরকার কোনো ধরনের উত্তেজনার সৃষ্টি করবে। তবে সেটা কী রকম হবে, এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

সিআইএর কোরিয়া মিশন সেন্টারের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইউং সুক লিও ১০ তারিখ ঘিরে সতর্কতা অবলম্বন করতে বলেছেন।

তিনি মনে করেন, কিম জং-উন যা করছেন, তার একটি পরিষ্কার উদ্দেশ্য আছে এবং তিনি থেমে নেই। নিজের কার্যালয়ের সহকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ১০ তারিখ হচ্ছে কোরিয়ান ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা দিবস। সেদিনটি কোরিয়ায় মঙ্গলবার হলেও আমেরিকায় সোমবার এবং কলম্বাস দিবসের ছুটিতে থাকবে দেশটি। তাই তিনি তাদের সব সময় যোগাযোগের মধ্যে থাকার নির্দেশ দিয়েছেন।