থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার কারাদণ্ড !

  • আপডেট সময় : ১১:১৬:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। চালের ভর্তুকি ব্যবস্থাপনা প্রকল্পে অবহলোর অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় এ দণ্ড দেওয়া হয়।

রয়টার্সের খবর, গত ২৫ আগস্ট এই মামলার রায় দেওয়ার কথা ছিল, কিন্তু আদালত প্রাঙ্গনে হাজার হাজার ইংলাক সমর্থক বিক্ষোভ করায় সেদিন রায় ঘোষণা করেন বিচারক।

সূত্র জানায়, দণ্ডের ভয়ে ইংল্যাক থাইল্যান্ড ছেড়ে পালিয়ে যান। গত মাসে রয়টার্স জানায়, তিনি দেশ ছেড়ে দুবাইয়ে অবস্থান করছেন। সেখানে তার ভাই ও সাবেক প্রধানমন্ত্রী তাকসিন সিনাওয়াত্রার বাড়ি রয়েছে।

২০১১ সালের সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন ইংলাক। এরপর তিনি এই চাল ভতুর্কি প্রকল্প চালু করেন। আর এর মধ্য দিয়ে তিনি কৃষক সমাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। যদিও দেশটির সামরিক সরকার বলছে, এই প্রকল্পে সরকারের বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এরপর ২০১৪ সালের ইংলাক সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার কারাদণ্ড !

আপডেট সময় : ১১:১৬:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। চালের ভর্তুকি ব্যবস্থাপনা প্রকল্পে অবহলোর অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় এ দণ্ড দেওয়া হয়।

রয়টার্সের খবর, গত ২৫ আগস্ট এই মামলার রায় দেওয়ার কথা ছিল, কিন্তু আদালত প্রাঙ্গনে হাজার হাজার ইংলাক সমর্থক বিক্ষোভ করায় সেদিন রায় ঘোষণা করেন বিচারক।

সূত্র জানায়, দণ্ডের ভয়ে ইংল্যাক থাইল্যান্ড ছেড়ে পালিয়ে যান। গত মাসে রয়টার্স জানায়, তিনি দেশ ছেড়ে দুবাইয়ে অবস্থান করছেন। সেখানে তার ভাই ও সাবেক প্রধানমন্ত্রী তাকসিন সিনাওয়াত্রার বাড়ি রয়েছে।

২০১১ সালের সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন ইংলাক। এরপর তিনি এই চাল ভতুর্কি প্রকল্প চালু করেন। আর এর মধ্য দিয়ে তিনি কৃষক সমাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। যদিও দেশটির সামরিক সরকার বলছে, এই প্রকল্পে সরকারের বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এরপর ২০১৪ সালের ইংলাক সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।