ঝিনাইদহ সংবাদদাতাঃ কালীগঞ্জে মহাসড়কের ওপর অবৈধভাবে যানবাহন রেখে রাস্তায় জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুই যানবাহনের চালককে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ শহরের বৈশাখী তেল পাম্প এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যাদব সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ-যশোর মহাসড়কের বৈশাখী তেল পাম্প এলাকায় সড়কের ওপর বড় যানবাহন রেখে রাস্তায় যাত্রীদের চলাচল বিঘœ সৃষ্টি করার অপরাধে দুই চালককে ৫০০ টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্থানীয় মটর ওয়ার্কসপ মালিকদের রাস্তার ওপর গাড়ি মেরামত না করতে বলা হয়।
বুধবার
১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ