শিরোনাম :
Logo বিএনডি ফোরামের উদ্যোগে ১৬তম বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা Logo ড. ইউনূস ও ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির Logo পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo ভারতের শিশু হোমে আটক থাকা দুই কিশোর দেশে ফিরেছে Logo বিরল রোগে আক্রান্ত কলিম উল্যাহ’র বাঁচার আকুতি,সামাজিক সহানুভূতির আবেদন অসহায় পরিবারের Logo সাজিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর Logo প্রত্যাশার বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা কুষ্টিয়ায় অনুষ্ঠিত Logo সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo চীনে ভয়াবহ বন্যা , বৃদ্ধাশ্রমে ৩০ জনের মৃত্যু

নবীগঞ্জের এতিম কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে ২মাস ধর্ষণ ইজ্জতের মূল্য ২০ হাজার টাকা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৪০:১২ অপরাহ্ণ, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৫৯ বার পড়া হয়েছে

মো: সুমন আলী খাঁন, নবীগঞ্জ থেকে ॥ ২মাস ব্যাপী ধর্র্ষণ অতঃপর তরিগড়ি করে একটি মহল কিশোরীর ইজ্জতের মূল্যে নির্র্ধারণ করেছে ২০ হাজার টাকা। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে । বিয়ে ও কাজের প্রলোভন দিয়ে একটি বাসাতে ২মাস রেখে একটি অপ্রাপ্ত বয়সী বাবা-মা হারা এতিম অনাত মেয়েকে ধর্র্ষণ করেছে এক ব্যাটারি চালিত রিক্সা চালক রবিউল ইসলাম(রবি) নামে এক লম্পট। ধর্ষণশারী রবি সম্পর্র্কে ওই মেয়ের চাচা হয় । জানাযায়, গত দুই মাস পূর্বে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মুকিমপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে রবিউল ইসলাম (রবি) (২০) মৌলভীবাজার শাহ বন্দর এলাকায় মালিকের বাসায় থেকে ব্যাটারি চালিত রিক্সা চালাতো । পরবর্তীতে রবিউল গ্রামের বাড়িতে আসলে মুকিমপুর গ্রামের মৃত সুহেল মিয়ার মেয়ে (১৫)বছর বয়সী কাজের প্রলোভন দিয়ে কিশোরীকে মৌলভীবাজার নিয়ে যায় সেখানে প্রায় ২মাস বিয়ের প্রলোভন দিয়ে নিয়মিত ধর্ষণ করে এবং এক সাথে বসবাস করে আসছিল । পরে মেয়ের নানী খবর পেয়ে কয়েকজন লোক নিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন । গত (১৮ সেপ্টেম্বর) স্থানীয় মেম্বার ইকবাল হোসেনর নিকট ধর্ষণের অভিযোগ এনে বিচার প্রার্থী হয় কিশোরী ও তার নানী । উভয় পক্ষ ঘটনার বিবরণ প্রদান করিলে ধর্ষণের দায় শিকার করে লম্পট রবি । পরে স্থানীয় পঞ্চায়েত যা সিদ্ধান্ত নেবে তা মেনে নিবে বলে স্টাম্প এর উপর স্বাক্ষর দিয়ে উভয় পক্ষ অঙ্গিকারনামা করে । পরে পঞ্চায়েত পক্ষ থেকে ৪দিন পর নির্যাতিত কিশোরী ও অভিযুক্ত রবিকে আসার জন্য বলা হয় । কিন্তু ৪দিন পর গত (২৩ সেপ্টেম্বর) শুক্রবার বর্তমান মেম্বার ও পঞ্চায়েত এর নিকট উপস্থিত না হয়ে সাবেক মেম্বার নজরুল মিয়াসহ গুটি ৩-৪জন মাতব্বরসহ মিলে সালা উদ্দিনের বাড়িতে উভয় পক্ষকে ডেকে এনে মেয়ের ইজ্জতের মূল্য নির্ধারণ করেণ ২০ হাজার টাকা । উক্ত গুপ্ত বৈঠকে উপস্থিত নাম প্রকাশ না করার শর্তে জানান, মেয়েটি সবাইকে বলে সে আমাকে বিয়ে করতে হবে না হয় আমি আত্মহত্যা করবো এরপর আমি চলে আসি । একটি অসহায় অনাত মেয়ের ইজ্জতের মূল্য কিভাবে সাবেক মেম্বার ২০ হাজার টাকা নির্ধারণ করলেন ?? এমন প্রশ্ন জনমনে। লম্পট রবিউল ৪ বছর পূর্বে বিয়ে করে এবং তার একটি সন্তান ও রয়েছে এমনকর্মকান্ডে লিপ্ত থাকার কারণে পূর্বের স্ত্রী হুসনা বেগম তার সন্তান নিয়ে বাবার বাড়ি মৌলভীবাজার চাদনিঘাট সাবিয়া এলাকা চলে যান এবং রবিউল ইসলাম রবি’কে প্রধান আসামী করে নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। ধর্ষণের শিকার কিশোরী জানায়, আমাকে বিয়ের কথা বলে রবিউল দিনের পর দিন নির্যাতন করেছে । এখন সে আমাকে বিয়ে করবেনা বলে জানায় । আমি নিরুপায় হয়ে গ্রামের মেম্বারসহ মুরুব্বিয়ান এর কাছে গেলে তারা স্টাম্পে স্বাক্ষর রাখেন এবং তারা যে সিদ্ধান্ত দিবেন আমরা মেনে নিব বলে অঙ্গিকার করলে গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি আমাকে ২০ হাজার টাকা দিবেন বলে আশ্বাস দেন। আউশকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ইকবাল হোসেন জানান, ৪দিন পর আমাদের পঞ্চায়েত এর কাছে আসার কথা ছিল কিন্তু পঞ্চায়েতকে অমান্য করে একদল কুচক্রী মহল এটা অন্য রকম শেষ করেছে এই রকম ঘটনা এলাকার জন্য ক্ষতি বয়ে আনে । সাবেক মেম্বার নজরুল ইসলাম জানান, মেয়েটি আমাদের কয়েকজনের কাছে আসলে তাকে রবিউল বিয়ে না করলে আত্মহত্যা করবে বললে আমি তখন চলে আসি । এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমান জানান, আমি এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি । অভিযোগ ফেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

 

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএনডি ফোরামের উদ্যোগে ১৬তম বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নবীগঞ্জের এতিম কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে ২মাস ধর্ষণ ইজ্জতের মূল্য ২০ হাজার টাকা

আপডেট সময় : ০৮:৪০:১২ অপরাহ্ণ, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭

মো: সুমন আলী খাঁন, নবীগঞ্জ থেকে ॥ ২মাস ব্যাপী ধর্র্ষণ অতঃপর তরিগড়ি করে একটি মহল কিশোরীর ইজ্জতের মূল্যে নির্র্ধারণ করেছে ২০ হাজার টাকা। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে । বিয়ে ও কাজের প্রলোভন দিয়ে একটি বাসাতে ২মাস রেখে একটি অপ্রাপ্ত বয়সী বাবা-মা হারা এতিম অনাত মেয়েকে ধর্র্ষণ করেছে এক ব্যাটারি চালিত রিক্সা চালক রবিউল ইসলাম(রবি) নামে এক লম্পট। ধর্ষণশারী রবি সম্পর্র্কে ওই মেয়ের চাচা হয় । জানাযায়, গত দুই মাস পূর্বে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মুকিমপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে রবিউল ইসলাম (রবি) (২০) মৌলভীবাজার শাহ বন্দর এলাকায় মালিকের বাসায় থেকে ব্যাটারি চালিত রিক্সা চালাতো । পরবর্তীতে রবিউল গ্রামের বাড়িতে আসলে মুকিমপুর গ্রামের মৃত সুহেল মিয়ার মেয়ে (১৫)বছর বয়সী কাজের প্রলোভন দিয়ে কিশোরীকে মৌলভীবাজার নিয়ে যায় সেখানে প্রায় ২মাস বিয়ের প্রলোভন দিয়ে নিয়মিত ধর্ষণ করে এবং এক সাথে বসবাস করে আসছিল । পরে মেয়ের নানী খবর পেয়ে কয়েকজন লোক নিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন । গত (১৮ সেপ্টেম্বর) স্থানীয় মেম্বার ইকবাল হোসেনর নিকট ধর্ষণের অভিযোগ এনে বিচার প্রার্থী হয় কিশোরী ও তার নানী । উভয় পক্ষ ঘটনার বিবরণ প্রদান করিলে ধর্ষণের দায় শিকার করে লম্পট রবি । পরে স্থানীয় পঞ্চায়েত যা সিদ্ধান্ত নেবে তা মেনে নিবে বলে স্টাম্প এর উপর স্বাক্ষর দিয়ে উভয় পক্ষ অঙ্গিকারনামা করে । পরে পঞ্চায়েত পক্ষ থেকে ৪দিন পর নির্যাতিত কিশোরী ও অভিযুক্ত রবিকে আসার জন্য বলা হয় । কিন্তু ৪দিন পর গত (২৩ সেপ্টেম্বর) শুক্রবার বর্তমান মেম্বার ও পঞ্চায়েত এর নিকট উপস্থিত না হয়ে সাবেক মেম্বার নজরুল মিয়াসহ গুটি ৩-৪জন মাতব্বরসহ মিলে সালা উদ্দিনের বাড়িতে উভয় পক্ষকে ডেকে এনে মেয়ের ইজ্জতের মূল্য নির্ধারণ করেণ ২০ হাজার টাকা । উক্ত গুপ্ত বৈঠকে উপস্থিত নাম প্রকাশ না করার শর্তে জানান, মেয়েটি সবাইকে বলে সে আমাকে বিয়ে করতে হবে না হয় আমি আত্মহত্যা করবো এরপর আমি চলে আসি । একটি অসহায় অনাত মেয়ের ইজ্জতের মূল্য কিভাবে সাবেক মেম্বার ২০ হাজার টাকা নির্ধারণ করলেন ?? এমন প্রশ্ন জনমনে। লম্পট রবিউল ৪ বছর পূর্বে বিয়ে করে এবং তার একটি সন্তান ও রয়েছে এমনকর্মকান্ডে লিপ্ত থাকার কারণে পূর্বের স্ত্রী হুসনা বেগম তার সন্তান নিয়ে বাবার বাড়ি মৌলভীবাজার চাদনিঘাট সাবিয়া এলাকা চলে যান এবং রবিউল ইসলাম রবি’কে প্রধান আসামী করে নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। ধর্ষণের শিকার কিশোরী জানায়, আমাকে বিয়ের কথা বলে রবিউল দিনের পর দিন নির্যাতন করেছে । এখন সে আমাকে বিয়ে করবেনা বলে জানায় । আমি নিরুপায় হয়ে গ্রামের মেম্বারসহ মুরুব্বিয়ান এর কাছে গেলে তারা স্টাম্পে স্বাক্ষর রাখেন এবং তারা যে সিদ্ধান্ত দিবেন আমরা মেনে নিব বলে অঙ্গিকার করলে গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি আমাকে ২০ হাজার টাকা দিবেন বলে আশ্বাস দেন। আউশকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ইকবাল হোসেন জানান, ৪দিন পর আমাদের পঞ্চায়েত এর কাছে আসার কথা ছিল কিন্তু পঞ্চায়েতকে অমান্য করে একদল কুচক্রী মহল এটা অন্য রকম শেষ করেছে এই রকম ঘটনা এলাকার জন্য ক্ষতি বয়ে আনে । সাবেক মেম্বার নজরুল ইসলাম জানান, মেয়েটি আমাদের কয়েকজনের কাছে আসলে তাকে রবিউল বিয়ে না করলে আত্মহত্যা করবে বললে আমি তখন চলে আসি । এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমান জানান, আমি এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি । অভিযোগ ফেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।