মঙ্গলবার | ২৩ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে” — অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন Logo খুলনায় এনসিপি নেতাকে গুলি: সাতক্ষীরা সীমান্ত সিল, বিজিবির ৫৭ চেকপোস্ট ও ৮৭টি অতিরিক্ত টহল Logo কুয়াশার চাদরে মোড়া ডিসেম্বরের ক্যাম্পাস Logo যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জেলেনস্কির Logo নির্বাচনে আস্থার পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথবাহিনী: ইসি সানাউল্লাহ Logo রজব মাসের চাঁদ দেখা গেছে Logo কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন Logo মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাঁদপুর-৩ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo আগামী ২৭ ডিসেম্বর শনিবার চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা Logo তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল

মেহেরপুরে প্রতিমায় কাঁদা মাটির কাজ শেষে চলছে রংতুলির শেষ আচড়

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৫৮:০২ অপরাহ্ণ, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৪২ বার পড়া হয়েছে

মাাসুদ রানা, মেহেরপুর ॥ শরতের কাশফুল, নীল আকাশে সাদা মেঘের ভেলা বলে দেয় দেবী দূর্গা আসছে। কাঁদা মাটির কাজ শেষে চলছে রংতুলির শেষ আচড়। আর কিছুদিন পর হিন্দু সম্প্রদায়ের সবচাইতে বড় উৎসব সারদীয় দূর্গাপূজা। দূর্গা পূজাকে কেন্দ্র করে মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরি। প্রতিবারের ন্যায় উৎসবমুখর পরিবেশে দূর্গৎসব পালন করতে পারবেন বলে আশা পূজা উদযাপন কমিটির। আর দূর্গাৎসবকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানালেন পুলিশ সুপার।

১৯ সেপ্টেম্বর মহালয়ার দিন চন্ডিপাঠের মাধ্যমে স্বর্গলোক থেকে দেবী দুর্গাকে মর্ত্যলোকে আসার আমন্ত্রন জানিয়েছেন হিন্দু র্ধমাবলম্বীরা। মহাষষ্টির দিন দেবীর আগমন ঘটবে পৃথিবীতে। তাইতো জেলার ৩২ টি মন্ডপে চলছে রংতুলির শেষ আচড়। তবে প্রতিমা শিল্পীদের দাবি পূজার আনুসাঙ্গিক জিনিসের দাম বাড়ালেও বাড়েনি তাদের মুজুরি। ফলে খুব একটা লাভের মুখ দেখছেনা তারা। তারপরও পূর্বপুরুষের এ পেশা ধরে রেখেছেন কারিগররা।
প্রতিম তৈরীরর কারিগররা জানান, বিচালি ও কাঁদামাটি দিয়ে কারিগরদের নিপুন হাতের ছোয়ার তৈরি হচ্ছে দেবী র্দূর্গা, স্বরসতি, কার্তিক, গনেশসহ বিভিন্œ প্রতিমা। ছোট মন্ডপের প্রতিমা তৈরিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা ও বড় মন্ডপের প্রতিমা তৈরিতে কারিগররা নিচ্ছেন ৫০ থেকে ৬০ হাজার টাকা। এ সময়ে হাতে অনেক কাজ থাকলেও বছরের অন্য সময়ে বসে থাকতে হয়। বিভিন্ন কাজ করে সংসার চালাতে হয় আমাদের।
মেহেরপুরের পুরোহিত সঞ্জয় কুমার মুখার্জী বলেন, পঞ্জিকামতে এবার দেবীর আগমন নৌকায়, গমন দৌলায়। ফলে পৃথিবিতে এবার প্রচুর পরিমান শষ্য উৎপাদন হবে এবং হবে শান্তি প্রতিষ্ঠতা। ২৬ সেপ্টেম্বর ষষ্ঠি ও ৩০ তারিখে দেবীদূর্গাকে বির্ষজনের মধ্য দিয়ে শেষ হবে দূর্গৎসব।
মেহেরপুর পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ জানালেন, সম্প্রদায় সম্প্রীতির জেলা মেহেরপুর। সকল ধর্মের মানুষ মিলে মিশে পূজার আনন্দ উপভোগ করবেন। এছাড়াও সরকারি বরাদ্দ বেশি পেলে পূজা মন্ডপের সংখ্যা আরোও বাড়তে পারে বলেও তিনি জানান।
মেহেরপুর পূজা উদযাপন কমিটি সহসভাপতি পল্লব ভট্টাচার্য জানান, দূর্গৎসবকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মায়ের আগমনে বিশ্ব মঙ্গলময় হবে । উৎসবমূখর পরিবেশে পূজা উদযাপন করতে পারবেন বলে জানান তিনি।
মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান জানান, এবারে পূজাকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে । পূজা মন্ডপের বিভিন্ন স্থানে আনছার, র‌্যাব, পুলিশের পাশাপাশি সাদ পোশাকে কাজ করবে নিরাপত্তা বাহিনী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে” — অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন

মেহেরপুরে প্রতিমায় কাঁদা মাটির কাজ শেষে চলছে রংতুলির শেষ আচড়

আপডেট সময় : ০৯:৫৮:০২ অপরাহ্ণ, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭

মাাসুদ রানা, মেহেরপুর ॥ শরতের কাশফুল, নীল আকাশে সাদা মেঘের ভেলা বলে দেয় দেবী দূর্গা আসছে। কাঁদা মাটির কাজ শেষে চলছে রংতুলির শেষ আচড়। আর কিছুদিন পর হিন্দু সম্প্রদায়ের সবচাইতে বড় উৎসব সারদীয় দূর্গাপূজা। দূর্গা পূজাকে কেন্দ্র করে মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরি। প্রতিবারের ন্যায় উৎসবমুখর পরিবেশে দূর্গৎসব পালন করতে পারবেন বলে আশা পূজা উদযাপন কমিটির। আর দূর্গাৎসবকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানালেন পুলিশ সুপার।

১৯ সেপ্টেম্বর মহালয়ার দিন চন্ডিপাঠের মাধ্যমে স্বর্গলোক থেকে দেবী দুর্গাকে মর্ত্যলোকে আসার আমন্ত্রন জানিয়েছেন হিন্দু র্ধমাবলম্বীরা। মহাষষ্টির দিন দেবীর আগমন ঘটবে পৃথিবীতে। তাইতো জেলার ৩২ টি মন্ডপে চলছে রংতুলির শেষ আচড়। তবে প্রতিমা শিল্পীদের দাবি পূজার আনুসাঙ্গিক জিনিসের দাম বাড়ালেও বাড়েনি তাদের মুজুরি। ফলে খুব একটা লাভের মুখ দেখছেনা তারা। তারপরও পূর্বপুরুষের এ পেশা ধরে রেখেছেন কারিগররা।
প্রতিম তৈরীরর কারিগররা জানান, বিচালি ও কাঁদামাটি দিয়ে কারিগরদের নিপুন হাতের ছোয়ার তৈরি হচ্ছে দেবী র্দূর্গা, স্বরসতি, কার্তিক, গনেশসহ বিভিন্œ প্রতিমা। ছোট মন্ডপের প্রতিমা তৈরিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা ও বড় মন্ডপের প্রতিমা তৈরিতে কারিগররা নিচ্ছেন ৫০ থেকে ৬০ হাজার টাকা। এ সময়ে হাতে অনেক কাজ থাকলেও বছরের অন্য সময়ে বসে থাকতে হয়। বিভিন্ন কাজ করে সংসার চালাতে হয় আমাদের।
মেহেরপুরের পুরোহিত সঞ্জয় কুমার মুখার্জী বলেন, পঞ্জিকামতে এবার দেবীর আগমন নৌকায়, গমন দৌলায়। ফলে পৃথিবিতে এবার প্রচুর পরিমান শষ্য উৎপাদন হবে এবং হবে শান্তি প্রতিষ্ঠতা। ২৬ সেপ্টেম্বর ষষ্ঠি ও ৩০ তারিখে দেবীদূর্গাকে বির্ষজনের মধ্য দিয়ে শেষ হবে দূর্গৎসব।
মেহেরপুর পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ জানালেন, সম্প্রদায় সম্প্রীতির জেলা মেহেরপুর। সকল ধর্মের মানুষ মিলে মিশে পূজার আনন্দ উপভোগ করবেন। এছাড়াও সরকারি বরাদ্দ বেশি পেলে পূজা মন্ডপের সংখ্যা আরোও বাড়তে পারে বলেও তিনি জানান।
মেহেরপুর পূজা উদযাপন কমিটি সহসভাপতি পল্লব ভট্টাচার্য জানান, দূর্গৎসবকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মায়ের আগমনে বিশ্ব মঙ্গলময় হবে । উৎসবমূখর পরিবেশে পূজা উদযাপন করতে পারবেন বলে জানান তিনি।
মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান জানান, এবারে পূজাকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে । পূজা মন্ডপের বিভিন্ন স্থানে আনছার, র‌্যাব, পুলিশের পাশাপাশি সাদ পোশাকে কাজ করবে নিরাপত্তা বাহিনী।