সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ হওয়ার দুদিন পর মনতোষ কুমার সরকার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মনতোষ কুমার উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের খাস সোনামুখী গ্রামের মংলা সরকারের ছেলে।
এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, কামারখন্দ উপজেলার বলরামপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শিপন (৩২) বেলকুচি উপজেলার খাস সোনামুখী গ্রামের দেওয়ান কুমারের ছেলে সুজন কুমার।
বেলকুচি থানার উপ-পরিদর্শক আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করে জানান, মনতোষ সোমবার রাতে নিখোজ হন। মঙ্গলবার দুপুরে তার চাচাতো ভাই অচিন্ত্য কুমার থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে শিপন ও সুজনকে রাতেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেয়া তথ্যমতে বুধবার সকালে বিশ্বাসবাড়ী হুড়াসাগর নদীতে কচুরি পানার ভেতরে লুকানো মনতোষের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের চাচাতো ভাই অচিন্ত্য কুমার সরকার জানান, সোমবার রাতে প্রতিবেশী সুজন কুমারের সাথে পিকনিক খাওয়ার কথা বলে বলরামপুর গ্রামে শিপনদের বাড়ীতে যায় মনতোষ। এরপর সে আর ফিরে আসে না। তবে রাত তিনটার দিকে তার আরেক ভাই কৃষ্ণ কুমারের ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা।
মুক্তিপণের টাকা কিভাবে, কোথায় দিতে হবে তা নিয়ে রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় কথা হয়। তারপরও নিখোজ মনতোষের সন্ধান মেলে না। পরে দুপুরের দিকে থানায় অভিযোগ করা হয়।