মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের লালপুর উপজেলার নবীনগর গোরস্থান এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তুল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড তাজা গুলি সহ জিয়াউর রহমান (৩৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। জিয়াউর রহমান ঐ গ্রামের মৃত বরকত কবিরাজের ছেলে।
র্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান, উপজেলার নবীনগর এলাকার অস্ত্র ব্যবসায়ী জিয়াউর রহমানের কাছ থেকে অস্ত্র কেনার জন্য যোগাযোগ করে র্যাবের সদস্যরা। জিয়াউর রহমানের কথামত রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধায় র্যাব সদস্য ক্রেতা সেজে উক্ত স্থানে গেলে সে একটি বিদেশী পিস্তুল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড তাজা গুলি বিক্রির জন্য বের করে। এ সময় র্যাব সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে উক্ত অস্ত্র সহ তাকে গ্রেফতার করে। পরে তাকে র্যাব-৫ এর সিপিসি-২ এর ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
লালপুর থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এএসআই মোস্তাফিজুর রহমান জানান, জিয়াউরকে রোববার রাতে লালপুর থানায় সোপর্দ করে র্যাব এবং তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক বহন এবং সংরক্ষন আইনে মামলা দায়ের করে ।













































