সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে ছইমুদ্দিন (৩৩) নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে কামারখন্দ থানা পুলিশ। আটক ছইমুদ্দিন উপজেলার বেয়াড়া গ্রামের কোবাদের ছেলে। কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, ২০০৮ সালের ঢাকার আশুলিয়া থানায় একটি অপহরণ মামলার আসামী ছইমুদ্দিন। এ বছরের ১৪ মে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতের বিচারক আপিলের সাজা পাঁচ বছর বহাল রাখেন। মামলার পর থেকেই আসামী ছইমুদ্দিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে তাকে আটক করে। সোমবার সকালে তাকে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
বুধবার
২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ