বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা Logo কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত

এবার রাগিনীর শরীরী আবেদন আরও ঝড় তুলবে! (ভিডিও)

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৬:০৪ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘রাগিনী’ ছবিতে আগের বার সানি লিওন ছিলেন বলে আকর্ষণটা ছিল মাত্রাতিরিক্ত। যদিও এবার সানি নেই, তবে আবেদন কিন্তু কমেনি রাগিনীর।

রাগিনী এমএমএস রিটার্নসে রিয়া সেন আর কারিশমা শর্মা মিলে ঝড় তুলে দিয়েছেন। ছবির ট্রেলারও প্রকাশ পেয়েছে সম্প্রতি। আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রাগিনী এমএমএস রিটার্নস কি হরর কমেডি? নাকি এরোটিক কমেডি?

একতা কাপুর যখন রাগিনী এমএমএস শুরু করেছিলেন, ভৌতিক ছবি হিসেবেই শুরু করেছিলেন। কিন্তু ভূতকে ছাপিয়ে যায় শরীরী আবেদন। কাইনাজ মোতিভালা ও রাজকুমার রাও মিলে ছবিটিকে অন্য মাত্রা দিয়েছিলেন। শরীরি আবেদন সেখানে ছিল। কিন্তু ঝড় তুলে দিয়েছিল সানি লিওন। রাগিনী ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয়ভাগে তিনিই ছিলেন মধ্যমণি। তখন থেকে উপচে পড়তে শুরু করল সেনসেশন। কিন্তু সানির আবেদনই আলাদা। সানির নামেই বিক্রি হয়ে যায় টিকিট। কিন্তু এবার তো সেই সানি নেই। কিন্তু বাকি যারা আছেন, তারাই বা কম কী? রিয়া সেন এমনিতেই আবেদনময়ী। কারিশমাও কিছু কম যান না। পেয়ার কা পঞ্চনামা ২-এ তিনি তা প্রমাণ করে দিয়েছেন। এই দুই রমণী মিলে রাগিনীর আবেদন কমতে তো দেননি, বরং আরও বাড়িয়ে দিয়েছেন বলতে অত্যুক্তি হয় না।

ছবির পোস্টারে লেখা আছে “রাগিনী ইজ ব্যাক”। সত্যিই যে রাগিনী ফিরে এসেছে তার প্রমাণ দিয়ে দিল ট্রেলার। সেটা অবশ্য ভৌতিক দিক থেকে নাকি শরীরী আবেদনের দিক থেকে, তা না হয় তোলা থাক। বিতর্কে না গিয়ে এটুকু বলা যায়, ছবির ট্রেলার যৌন আবেদনে ভরপুর। একাধিক উত্তেজক দৃশ্যতেই ভরা ট্রেলার। ভূত এখানে গৌণ। রিয়াকে অবশ্য ট্রেলারে চোখে পড়েনি। তিনি নাকি ছবিতে ভূত হয়েছেন৷ তবে রিয়ার সেনসেশন মিস হবে না৷ শোনা যাচ্ছে, ভূতের ব্যাকগ্রাউন্ড স্টোরিতে নাকি রিয়ার আবেদন উপভোগ করতে পারবে দর্শক। জানা যায়, আগামী ২১ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন

এবার রাগিনীর শরীরী আবেদন আরও ঝড় তুলবে! (ভিডিও)

আপডেট সময় : ১১:৪৬:০৪ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

‘রাগিনী’ ছবিতে আগের বার সানি লিওন ছিলেন বলে আকর্ষণটা ছিল মাত্রাতিরিক্ত। যদিও এবার সানি নেই, তবে আবেদন কিন্তু কমেনি রাগিনীর।

রাগিনী এমএমএস রিটার্নসে রিয়া সেন আর কারিশমা শর্মা মিলে ঝড় তুলে দিয়েছেন। ছবির ট্রেলারও প্রকাশ পেয়েছে সম্প্রতি। আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রাগিনী এমএমএস রিটার্নস কি হরর কমেডি? নাকি এরোটিক কমেডি?

একতা কাপুর যখন রাগিনী এমএমএস শুরু করেছিলেন, ভৌতিক ছবি হিসেবেই শুরু করেছিলেন। কিন্তু ভূতকে ছাপিয়ে যায় শরীরী আবেদন। কাইনাজ মোতিভালা ও রাজকুমার রাও মিলে ছবিটিকে অন্য মাত্রা দিয়েছিলেন। শরীরি আবেদন সেখানে ছিল। কিন্তু ঝড় তুলে দিয়েছিল সানি লিওন। রাগিনী ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয়ভাগে তিনিই ছিলেন মধ্যমণি। তখন থেকে উপচে পড়তে শুরু করল সেনসেশন। কিন্তু সানির আবেদনই আলাদা। সানির নামেই বিক্রি হয়ে যায় টিকিট। কিন্তু এবার তো সেই সানি নেই। কিন্তু বাকি যারা আছেন, তারাই বা কম কী? রিয়া সেন এমনিতেই আবেদনময়ী। কারিশমাও কিছু কম যান না। পেয়ার কা পঞ্চনামা ২-এ তিনি তা প্রমাণ করে দিয়েছেন। এই দুই রমণী মিলে রাগিনীর আবেদন কমতে তো দেননি, বরং আরও বাড়িয়ে দিয়েছেন বলতে অত্যুক্তি হয় না।

ছবির পোস্টারে লেখা আছে “রাগিনী ইজ ব্যাক”। সত্যিই যে রাগিনী ফিরে এসেছে তার প্রমাণ দিয়ে দিল ট্রেলার। সেটা অবশ্য ভৌতিক দিক থেকে নাকি শরীরী আবেদনের দিক থেকে, তা না হয় তোলা থাক। বিতর্কে না গিয়ে এটুকু বলা যায়, ছবির ট্রেলার যৌন আবেদনে ভরপুর। একাধিক উত্তেজক দৃশ্যতেই ভরা ট্রেলার। ভূত এখানে গৌণ। রিয়াকে অবশ্য ট্রেলারে চোখে পড়েনি। তিনি নাকি ছবিতে ভূত হয়েছেন৷ তবে রিয়ার সেনসেশন মিস হবে না৷ শোনা যাচ্ছে, ভূতের ব্যাকগ্রাউন্ড স্টোরিতে নাকি রিয়ার আবেদন উপভোগ করতে পারবে দর্শক। জানা যায়, আগামী ২১ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।