শিরোনাম :
Logo ১২০০ আহতকে সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা Logo নির্বাচনব্যবস্থা সংস্কারে কয়েকটি প্রস্তাব Logo সমালোচনা ও আত্মসমালোচনা Logo দীপ্ত টিভির সংবাদ বন্ধ করতে বলেনি সরকার, বললেন তথ্য উপদেষ্টা Logo মাওলানা রইস উদ্দিনের নির্মম হত্যার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবববন্ধন Logo ইসির সঙ্গে বৈঠক শেষে নির্বাচন নিয়ে যা বললো জামায়াত Logo রাজনৈতিক চাপে জুলাই চার্টার দ্রুত করে নির্বাচনের দিকে যাচ্ছে সরকার Logo প্রবাসীদের জন্য সবচেয়ে সহজলভ্য ভোটাধিকার প্রস্তাব চায় বিএনপি Logo আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে কয়রায় মানববন্ধন Logo ‘নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াত’

সালমানের ইচ্ছাতেই ‘রেস-৩’ থেকে বাদ জন আব্রাহাম !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৫১:১২ অপরাহ্ণ, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বলিউডের সুলতান তিনি। হালফিলের ‘টিউবলাইট’ বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারেননি।
তাও তার মহিমাতেই ২০০ কোটি টাকা কামিয়ে ফেলেছে এই ছবি। বলিউড মানেই ভাইজানের আধিপত্য। যে আধিপত্যের ঠেলা হয়তো অনেকেই সামলে উঠতে পারেন না।

তবে বি-টাউনে কান পাতলেই শোনা যায়, সলমনের সঙ্গে সম্পর্ক তিক্ত হলে বলিউডে টেকা মুশকিল। সালমানের মর্জি অনুযায়ীই নাকি ঠিক হয় তার ছবির কাস্ট। আবার তার মর্জিতে বাদও চলে যেতে পারেন অতি বড় তারকাও। সূত্রের খবর বিশ্বাস করলে সম্প্রতি এমনটাই হয়েছে জন আব্রাহামের সঙ্গে।

আর এমন ঘটনা ঘটেছে ‘রেস ৩’ ছবির সৌজন্যে। শোনা গেছে, সালমানের সঙ্গে মনোমালিন্যের জন্যই ‘রেস’-এর তৃতীয় মৌশুম থেকে বাদ পড়তে হয়েছে জনকে। আর এটা হয়েছে বহু বছরের একটি বিবাদের জন্য।

ঘটনাটি ঘটেছিল ২০১১ সালে। ওয়ার্ল্ড ট্যুরে গিয়েছিলেন সালমান, জনসহ আরও কয়েকজন তারকা। সেখানে টাকা-পয়সা নিয়ে নাকি দুই তারকার মধ্যে ঝামেলা হয়। যার জেরে জন-সালমানের মধ্যে কথাবার্তাই বন্ধ হয়ে গিয়েছিল। পরে অবশ্য কিছুটা মিটমাট হয়। কোথাও দেখা হলে সৌজন্য বিনিময়ও হয়। কিন্তু চাপা একটা অসন্তোষ রয়েই গিয়েছে। আর তাই জন সালমানের অপছন্দের তালিকাতেই পড়ে গিয়েছেন। সে কারণেই তিনি চান না, ‘রেস ৩’-তে জনও থাকুক।

ইতিমধ্যেই নিজের বন্ধু সাইফকে হটিয়ে ‘রেস ৩’-র মুখ্য ভূমিকায় জায়গা করে নিয়েছেন সালমান। এবার জনকেও চান না তিনি। সুতরাং বলিউডের ‘রেস’-এ একাই ফিনিশিং লাইনে যেতে আগ্রহী এই ভাইজান। তবে তাতে তিনি কতটা সফল হবেন, তা নিয়ে বেশ ধন্দে বিশেষজ্ঞরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১২০০ আহতকে সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা

সালমানের ইচ্ছাতেই ‘রেস-৩’ থেকে বাদ জন আব্রাহাম !

আপডেট সময় : ০৩:৫১:১২ অপরাহ্ণ, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

বলিউডের সুলতান তিনি। হালফিলের ‘টিউবলাইট’ বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারেননি।
তাও তার মহিমাতেই ২০০ কোটি টাকা কামিয়ে ফেলেছে এই ছবি। বলিউড মানেই ভাইজানের আধিপত্য। যে আধিপত্যের ঠেলা হয়তো অনেকেই সামলে উঠতে পারেন না।

তবে বি-টাউনে কান পাতলেই শোনা যায়, সলমনের সঙ্গে সম্পর্ক তিক্ত হলে বলিউডে টেকা মুশকিল। সালমানের মর্জি অনুযায়ীই নাকি ঠিক হয় তার ছবির কাস্ট। আবার তার মর্জিতে বাদও চলে যেতে পারেন অতি বড় তারকাও। সূত্রের খবর বিশ্বাস করলে সম্প্রতি এমনটাই হয়েছে জন আব্রাহামের সঙ্গে।

আর এমন ঘটনা ঘটেছে ‘রেস ৩’ ছবির সৌজন্যে। শোনা গেছে, সালমানের সঙ্গে মনোমালিন্যের জন্যই ‘রেস’-এর তৃতীয় মৌশুম থেকে বাদ পড়তে হয়েছে জনকে। আর এটা হয়েছে বহু বছরের একটি বিবাদের জন্য।

ঘটনাটি ঘটেছিল ২০১১ সালে। ওয়ার্ল্ড ট্যুরে গিয়েছিলেন সালমান, জনসহ আরও কয়েকজন তারকা। সেখানে টাকা-পয়সা নিয়ে নাকি দুই তারকার মধ্যে ঝামেলা হয়। যার জেরে জন-সালমানের মধ্যে কথাবার্তাই বন্ধ হয়ে গিয়েছিল। পরে অবশ্য কিছুটা মিটমাট হয়। কোথাও দেখা হলে সৌজন্য বিনিময়ও হয়। কিন্তু চাপা একটা অসন্তোষ রয়েই গিয়েছে। আর তাই জন সালমানের অপছন্দের তালিকাতেই পড়ে গিয়েছেন। সে কারণেই তিনি চান না, ‘রেস ৩’-তে জনও থাকুক।

ইতিমধ্যেই নিজের বন্ধু সাইফকে হটিয়ে ‘রেস ৩’-র মুখ্য ভূমিকায় জায়গা করে নিয়েছেন সালমান। এবার জনকেও চান না তিনি। সুতরাং বলিউডের ‘রেস’-এ একাই ফিনিশিং লাইনে যেতে আগ্রহী এই ভাইজান। তবে তাতে তিনি কতটা সফল হবেন, তা নিয়ে বেশ ধন্দে বিশেষজ্ঞরা।